ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:২৮, ৩০ আগস্ট ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

(পূর্ব প্রকাশের পর) প্রথম অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) ২৪। বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি ? (ক) কূর্ম (খ) বরাহ (গ) বামন (ঘ) বলরাম। ২৫। বিষ্ণুর সর্বশেষ অবতার কোনটি ? (ক) বুদ্ধ (খ) কল্কি (গ) রাম (ঘ) বলরাম। ২৬। কেশব ক্লেশ হরণ-নারায়ণ জনার্দন-এই প্রার্থনা মন্ত্রটির শিক্ষা কী ? (ক) দুঃখকে জয় করা (খ) অনাহারীকে অন্নদান (গ) ঈশ্বরকে ভালোবাসা (ঘ) মানুষের কল্যাণ করা। ২৭। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে বলে - (ক) জীবের মধ্যে আত্মারূপে ব্রক্ষ্মের অবস্থান (খ) জীবের মধ্যে নিজের অবস্থান (গ) জীবের মধ্যে অন্যের অবস্থান (ঘ) জীব ও আত্মাকে। ২৮। ভগবান বিষ্ণু কতবার অবতার রূপে অবতীর্ন হন ? (ক) ৮বার (খ) ১০বার (গ) ৯বার (ঘ) ৭বার। ২৯। আত্মা হলো- (র) নিত্য (রর) নিরাকার (ররর) অচল নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ৩০। কে জ্ঞানী ও কৌশলী যোদ্ধা ? (ক) শিব (খ) অসুর (গ) দুর্গা (ঘ) গণেশ। উত্তর ঃ ২৪ (গ), ২৫(খ), ২৬(ক), ২৭(ক), ২৮(খ), ২৯(ক), ৩০(গ)। প্রথম অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) ১। আত্মা জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত, পুরাতন হলেও চির নতুন কে বলেছেন ? (ক) শ্রীচৈতন্যদেব (খ) শ্রীবিজয়কৃষ্ণ (গ) শ্রীকৃষ্ণ (ঘ) শ্রীরামকৃষ্ণ। ২। ভক্তদের কাছে ঈশ্বর কী নামে পরিচিত ? (ক) ব্রক্ষ্ম (খ) বৈষ্ণব (গ) ভগবান (ঘ) পরমাত্মা। ৩। জীবকে ভালোবাসার মূল কারণ হচ্ছেÑ (র) যেখানে জীব সেখানেই শিব (রর) ঈশ্বর সন্তুষ্ট হন (ররর) জাগতিক কল্যাণ হয় নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৪। আদিতে সব কী ছিল ? (ক) অন্ধকার (খ) মরুভূমি (গ) বনজঙ্গল (ঘ) পাহাড়পর্বত। ৫। জীবসেবা বলতে বোঝায়- (র) জীবের পরিচর্যা করা (রর) জীবসংরক্ষণ করা (ররর) জীবের বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও ঃ অতীন্দ্র বাবু প্রতিদিন আহারের সময় একমুঠো ভাত তার পালত কুকুরকে দিতেন। এক সময় কুকুরটি তার খুব ভক্ত হয়ে ওঠে। ৬। অতীন্দ্র বাবুর আচরণে হিন্দুধর্মের কোন মূল বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে ? (ক) পশুপ্রীতি (খ) জীবসেবা (গ) কর্তব্যনিষ্ঠা (ঘ) অন্নদান। ৭। অতীন্দ্র বাবুর পক্ষে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব কারণ তাঁর বিশ্বাসে রয়েছে ঈশ্বর- (র) সকল সৃষ্টির মূল (রর) মহাবিশ্বের নিয়ন্তা (ররর) আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর উত্তর: ১(গ), ২(গ), ৩(ঘ), ৪(ক), ৫(ঘ), ৬(খ), ৭(ঘ)।
×