ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলতি অর্থবছরে দেয়া হচ্ছে দুই হাজার কোটি টাকা

৭ ব্যাংকের মূলধন ঘাটতি ১৫ হাজার ৩৮৭ কোটি টাকা

প্রকাশিত: ০৬:১৪, ৩০ আগস্ট ২০১৭

৭ ব্যাংকের মূলধন ঘাটতি ১৫ হাজার ৩৮৭ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জনগণের করের টাকায় বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মূলধন যোগান দিয়ে আসছে সরকার। সক্ষমতা না বাড়িয়ে এভাবে অর্থ দেয়ায় বিভিন্ন মহলে নানা সমালোচনাও রয়েছে। এর মধ্যেই ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর জন্য দুই হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। এদিকে চলতি বছরের জুন শেষে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৭ কোটি টাকা। সূত্র জানায়, অনিয়ম-দুর্নীতির চোরাবালিতে আটকে পড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ২০০৯-১০ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত আট বছরে ১৪ হাজার ৫০৫ কোটি টাকা দিয়েছে সরকার। এরপরও চলতি বছরের জুন পর্যন্ত ১৫ হাজার ৭৮৭ কোটি টাকার মূলধন ঘাটতিতে রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুন শেষে সরকারী বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৩১৮ কোটি টাকা। এছাড়া সোনালী ব্যাংকের ঘাটতি ২ হাজার ৬১৯ কোটি টাকা, বেসিক ব্যাংকের ঘাটতি ২ হাজার ২১০ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৭৪১ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ৭১০ কোটি টাকা। এর বাইরে বেসরকারী খাতের আইসিবি ইসলামিক ব্যাংকের ঘাটতি রয়েছে ১ হাজার ৪৭৫ কোটি টাকা এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘাটতি ৩১৩ কোটি টাকা। সব মিলিয়ে ৭ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৭ কোটি টাকা। এর আগে চলতি বছরের মার্চ শেষে রাষ্ট্রীয় খাতের পাঁচ বাণিজ্যিক ও দুই বিশেষায়িত ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়ায় ১৪ হাজার ৭০২ কোটি টাকা। গত প্রান্তিকে অগ্রণী ও জনতা ব্যাংক নতুন করে মূলধন ঘাটতিতে পড়েছে। অথচ তিন মাস আগেও এ ব্যাংক দুটির মূলধন উদ্বৃত্ত ছিল। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, সৎ করদাতাদের টাকা নিয়ে বার বার ব্যাংকের মূলধনের যোগান দেয়া অনৈতিক। কিন্তু মূলধন গ্রাসকারী অসৎ ঋণখেলাপীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ব্যাংকিং খাত চরম সঙ্কটের মধ্যে থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি গত বাজেটে। সম্প্রতি ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনা : চ্যালেঞ্জ মোকাবেলার উপায়’ শীর্ষক এক কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, মূলধন পর্যাপ্ততা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। একটি ব্যাংকে যেন লাল বাতি না জ্বলে এ জন্য সরকার মূলধনের যোগান দেয়। একটি ব্যাংক খারাপ হলে পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে। তিনি বলেন, ব্যাংকের সব কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকারী হতে হবে। এর আগে অর্থমন্ত্রী সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা, দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নে নানামুখী সংস্কার কার্যক্রমের বিষয় গত বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলাম। ইতোমধ্যে আমরা আর্থিক খাতের আইনী কাঠামোর উল্লেখযোগ্য পরিবর্তনসহ এ খাতের ব্যবস্থাপনায় কম্পিউটারাইজেশন সিস্টেম চালু করছি। তাছাড়া রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোর ব্যাংকিং সল্যুশনের আওতায় আনার কাজও সম্পন্ন করেছি। এ ধারাবাহিকতায় ফিন্যান্স কোম্পানি আইন এবং ব্যাংক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি, প্রবিধি ইত্যাদি প্রণয়ন ও সংশোধনের কার্যক্রম চলমান। সম্প্রতি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনা করে একটি আর্থিক প্রতিবেদন তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ওই প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকিং খাতের মোট ৯ হাজার ৭২০টি শাখার মধ্যে ৫ হাজার ১২০টি শাখা বা ৫৩ শতাংশই সরকারী ব্যাংকগুলোর। ব্যাংকের খাতের মোট আমানতের ৩১ ভাগ এবং ঋণের ২২ ভাগ সরকারী ব্যাংকগুলোর। আইন অনুযায়ী, ব্যাংকগুলোকে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক হলেও সরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর রয়েছে ৭ শতাংশ। এর বিশেষায়িত ব্যাংকের মূলধন ঋণাত্মক ৩৩ শতাংশ। গত চার বছরে মূলধনের যোগান দিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৯ হাজার ৬৪০ কোটি ভর্তুকি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুন শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন তিন ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৩ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ২ হাজার ৮০৯ কোটি ৩৪ লাখ, রূপালী ব্যাংকের ১ হাজার ৪৭৩ কোটি ৮০ লাখ ও বেসিক ব্যাংকের ৩ হাজার ৮০ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রয়েছে। এ সময়ে বেসরকারী খাতের তিন ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে ১ হাজার ১৭০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৭২৬ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৬৯ কোটি ও প্রিমিয়ার ব্যাংকের ১৭৪ কোটি ৯১ লাখ টাকা প্রভিশন ঘাটতি রয়েছে। আগের প্রান্তিক মার্চে এই তিন ব্যাংকের প্রভিশন ঘাটতি ছিল ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৫১১ কোটি ২৬ লাখ, বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৮৯ কোটি ৯৩ লাখ ও প্রিমিয়ার ব্যাংকের ২১২ কোটি ৭০ লাখ টাকা প্রভিশন ঘাটতি ছিল।
×