ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল রূপালী লাইফ

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৭

মার্জিন ঋণধারীদের তালিকা চাইল রূপালী লাইফ

ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, রূপালী লাইফ ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য এবং শেয়ার হোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে আগামী ১০ অক্টোবরের মধ্যে বেনিফিশিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। আর এসব তথ্য ই-মেইল অথবা চিঠির মাধ্যমে পাঠানো যাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অর্থনৈতিক রিপোর্টার সম্পদ হস্তান্তর করবে নাভানা সিএনজি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজির পরিচালনা পর্ষদ এলপিজি ইউনিটের মোট সম্পদ সহযোগী কোম্পানিতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান নাভানা এলপিজিকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সময়ে মোট সম্পদ হিসাবে ৩০ কোটি ৮ লাখ ৩০ হাজার ৫৩১ টাকা এবং লাইবিলিটিজ ২৩১ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৩২২ টাকা হস্তান্তর করবে। যা ৬৮ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ২০৯ টাকায় একটি নিট সম্পদে পরিণত হবে। নাভানা সিএনজি সহযোগী কোম্পানিকে এলপিজি ব্যবসা সহজ করতে এই সম্পদ হস্তান্তর করবে। উল্লেখ্য, কোম্পানির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। অর্থনৈতিক রিপোর্টার
×