ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১১, ৩০ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনটিতে লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৮৫ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- আইএফআইসি, বিবিএস কেবল, আরএকে সিরামিক, বিবিএস, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও মবিল যমুনা ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ হা-ওয়েল টেক্সটাইল, প্রাইম ব্যাংক, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, এইচআর টেক্সটাইল, ইনটেক অনলাইন, আরএন স্পিনিং, এনভয় টেক্সটাইল ও মিথুন নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, সামাতা লেদার, নর্দান জুট, মুন্নু জুট, প্রগ্রেসিভ লাইফ, আনালিমা ইয়ার্ন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, শমরিতা হসপিটাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিবিএস কেবল, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, আরএকে সিরামিক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমান ফিড, আরএন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইনটেক।
×