ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ আগস্ট ২০১৭

টুকরো-খবর

চৌগাছায় বিতর্কিত পশুহাট উচ্ছেদ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি পশুহাট উচ্ছেদ করেছে। গত কয়েক মাস ধরে বিতর্কিত এ হাটটি চলছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। আদালত সূত্র জানায়, গত মে মাসে চৌগাছা উপজেলার পাশে পুড়াপাড়া বাজারের ইজারাসংক্রান্ত গোলমাল চলছিল। এরই সূত্র ধরে পাশেই টেঙ্গুরপুর গ্রামে নতুন করে একটি পশুহাট বসানো হয় পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লালের তত্ত্বাবধানে। এতে সহযোগিতা করেন চৌগাছা পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। পুড়াপাড়া বাজারে গরুর পাস খরচ বেশি এবং গরু ব্যবসায়ীদের সঙ্গে হাটের ইজারাদারদের দুর্ব্যবহারের কারণে অল্পদিনের মধ্যে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে হাটটি। বিশেষ করে ঈদ-উল-আযহাকে সামনে রেখে এ হাটে শত শত গরু বেচাকেনা হতে থাকে। সপ্তাহের রবি ও বুধবার এ হাটের দিন নির্ধারণ করা হলেও কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা এ হাট চালু থাকার ঘোষণা দেয়া হয়েছিল। এমন অবস্থায় ভ্রাম্যমাণ আদালত ওই পশুহাটটিতে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, হাটটি সরকারী পেরিফেরিভুক্ত নয় এবং ইজারাও হয়নি, যে কারণে তা উচ্ছেদ করা হলো। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ আগস্ট ॥ পৌর শহরের ভিআইপি বাংলোর সামনে সরকারী জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। জানা গেছে, বাউফল পৌর শহরের ভিআইপি ডাকবাংলোর সামনে ও ইলিশ চত্বরের কাছে আল ইসলাম নামের এক ব্যক্তি একটি সরকারী জায়গা দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে কাঁচা মালের ব্যবসা করে আসছিলেন। ভারতীয় নাগরিক আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কুশখালি সীমান্ত থেকে তিনটি পিস্তলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় বিজিবির কুশখালি বিওপির টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তিনটি ভারতীয় পিস্তল জব্দ করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম গোপাল বিশ্বাস (৩৫)। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খলসি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। ৩৩৬ পরিবার পেল বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের কৃষক জয়নাল সিকদার ৬ মাস আগেও ভাবতে পারেননি, দুর্গম এ গাঁয়ের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলবে। বাড়িঘর থেকে শুরু করে গোটা গ্রাম হবে বিদ্যুতের আলোয় আলোকিত। কিন্তু আখম জাহাঙ্গীর হোসাইন এমপি মঙ্গলবার দুপুরে যখন ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুত’ সেøাগান তুলে সুইচ টিপে দিলেন, তখন সত্যি সত্যি জয়নাল সিকদারের ঘরে জ্বলে উঠলো বিদ্যুতের আলো। সত্তরোর্ধ বৃদ্ধ দু’হাত তুলে শুকরিয়া আদায় করলেন। বললেন, জীবনের একটা বড় চাওয়া আজ পূর্ণ হলো। জয়নাল সিকদার একা নন। গাঁয়ের মোট ৩৩৬টি পরিবার একই সঙ্গে বিদ্যুত সংযোগ পেয়েছে। এর মধ্যে দুটো কুটির শিল্প এবং ৫টি দাতব্য প্রতিষ্ঠানও সংযোগ পেয়েছে। বিদ্যুত সংযোগ উপলক্ষে স্থানীয় বাজারে আয়োজন করা হয় অনুষ্ঠানের। আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, যুগ্ম সম্পাদক সরদার মুঃ শাহ আলম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল প্রমুখ। চাকরির নামে প্রতারণা ॥ বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৯ আগস্ট ॥ কালকিনি উপজেলার নবগ্রাম এলাকায় চাকরি দেয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে অলক বাড়ৈ নামের এক প্রতারক হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এ টাকা ফেরত চেয়ে এবং ওই প্রতারকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে পূর্ব নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জানা গেছে, পূর্ব নবগ্রাম গ্রামের রমেশ বাড়ৈর ছেলে অলক বাড়ৈ চাকরি দেয়ার কথা বলে একই এলাকার স্বজল শিকারী, সবুজ মল্লিক ও অশোক সরকারসহ বেশ কয়েক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু অলক বাড়ৈ কোন চাকরি না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ওই টাকা নিজেই আত্মসাত করে। পরে টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকি দিয়ে আসছে অলক বাড়ৈ। এ ঘটনায় ভুক্তভোগী অতুল শিকারী প্রতারক অলক বাড়ৈ ও তার পিতা রমেশ বাড়ৈ’র নামে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
×