ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়েদের স্বাস্থ্য ক্যাম্প

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ আগস্ট ২০১৭

মায়েদের স্বাস্থ্য ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ আগস্ট ॥ চাটমোহরে মঙ্গলবার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল প্রদান কর্মসূচীর আওতায় পৌরসভার উপকারভোগী মহিলাদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য ক্যাম্প মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মায়েদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ। ঠাকুরগাঁওয়ে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ আগস্ট ॥ রাওয়া রিটায়ার্ড আর্মি এ্যান্ড এয়ার ফোর্স অফিসার্স ঢাকার পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের পৌর কমিনিটি সেন্টারে বন্যার্তদের মাঝে খাদ্য ও অর্থ বিতরণ করা হয়। এ সময় পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের তত্ত্বাবধানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেনÑ চেম্বার অফ কর্মাসের সহ-সভাপতি মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম শরিফ, আবু হায়াত নুরন্নবী, জাফরউল্লাহ, মাহাবুব হোসেন তুহিন, যুব নেতা আহমেদুর রহমান কাজল প্রমুখ।
×