ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে ফের বন্যা

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ আগস্ট ২০১৭

মৌলভীবাজারে ফের বন্যা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৯ আগস্ট ॥ গত ২-৩ দিনের টানা বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার সদর, রাজনগর ও জুড়ী উপজেলার ১০টি ইউনিয়নের অর্ধশত গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। চৈত্র মাস থেকে শুরু হওয়া কয়েক দফা বন্যায় আক্রান্ত হাকালুকি ও কাউয়াদিঘি হাওড় তীরবর্তী এ ৩টি উপজেলা। গেল মাস দিন থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘ জলাবদ্ধতায় রূপ নিয়েছিল। কিন্তু গত ২-৩ দিনের টানা বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এ ৩টি উপজেলার মানুষ ফের বন্যাকবলিত হয়। বিএডিসিতে কর্মশালা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সম্মেলন কক্ষে শনিবার ইনসেপশন ওয়ার্কশপ অব.রিসার্চ এক্টিভিটি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিএডিসির গবেষণা কার্যক্রমের উদ্বোধন করেন। বিএডিসি’র চেয়ারম্যান নাসিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মাহমুদ হোসেনসহ বিএডিসি ও বিএআরসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×