ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা ॥ যুবদল নেতার সাজা

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ আগস্ট ২০১৭

রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা ॥ যুবদল নেতার সাজা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করায় টেকনাফে হ্নীলা যুবদলের সাধারণ সম্পাদক জাদীমুরা নয়াপাড়ার নূর হোসেন প্রকাশ নাগু মিয়ার পুত্র সলিমকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ - প্রদান করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খাঁন জানান, পা ভাঙ্গা এবং কানে রোগ থাকায় দালাল সলিমকে ভ্রাম্যমাণ আদালত অর্থদ- দিয়েছে। এদিকে যুবদল নেতা সলিম ও স্থানীয় কতিপয় দালালের নেতৃত্বে জাদীমুরা সীমান্তে আদম পারাপারের ঘাট রয়েছে। ঐ ঘাট দিয়ে রাতের আঁধারে এপার থেকে নৌকা পাঠিয়ে রোহিঙ্গা ও ইয়াবার বড় চালান নিয়ে আসে তারা। স্থানীয় লোকজন রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের চালান ঠেকাতে ওই আদমঘাট বন্ধের দাবি জানিয়েছে। লৌহজংয়ে বঙ্গবন্ধুর স্মরণসভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার কলমায় মঙ্গলবার বঙ্গবন্ধুর স্মরণসভা হয়েছে। স্মরণসভায় বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করার পাশাপাশি প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে ১৫ আগস্টের শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এতে কলাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্ত ১৮শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ এতে সভাপতিত্ব করেন।
×