ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় তীব্র স্রোত ॥ শিমুলিয়ায় যানের দীর্ঘ সারি

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ আগস্ট ২০১৭

পদ্মায় তীব্র স্রোত ॥ শিমুলিয়ায় যানের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়াঘাট ঘিরে ৩ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোত ও বাতাসের কারণে নৌপথে ফেরি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। আবার কোরবানির গরু বহনের কারণে ট্রাকের চাপও বেড়েছে। ফেরি স্বাভাবিক গতিতে চলতে না পারায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়াঘাটে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। এদিকে শিমুলিয়ার গুরুত্বপূর্ণ ৩ নম্বর ঘাট রাতে বিকল হয়ে যায়। ঘাটের পন্টুনের প্লেড সরে গিয়ে পানি উঠে যায়। এতে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘাটটি পুরোপুরি বন্ধ থাকে এবং নাইট কোচসহ বহু যান আটকা পড়ে। তবে মেরামতের পর এখন এই ঘাট দিয়ে পারাপার চলছে। এদিকে যাত্রীরা দ্রুত গন্তবে যাওয়ার জন্য লঞ্চ এবং স্পিড বোটে করেও পরাপার হচ্ছে। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে ১৬টি ফেরি চলাচল করছে। কম গভীর পানিতে চলাচল উপযোগী রো রো ফেরি এনায়েতপুরী মঙ্গলবার দুপুরে এই রুট থেকে সরিয়ে নেয়া হয়েছে পাটুরিয়া-দৌলদিয়া রুটে। তবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত হওয়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন রওনা হয়েছে শিমুলিয়ার উদ্দেশে। এছাড়া এই শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে মিডিয়াম ফেরি ‘ঢাকা’। এই দু’টি ফেরি যুক্ত হলে শিমুলিয়ায় ফেরি বহরের সংখ্যা হবে ২০টি। এদিকে আজ বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত তিনদিন নৌরুটে সকল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। অনুরূপ বন্ধ থাকবে ঈদের পরের তিনদিনও। শিমুলিয়া বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, প্রতিদিন বাড়তি প্রায় ৩/৪ শত কোরবানির ঈদের গরুর ট্রাক ও কাভার্ড ভ্যান আসছে ঢাকার দিকে।
×