ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বেতন বোনাস দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ আগস্ট ২০১৭

চট্টগ্রামে বেতন বোনাস দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বেতন ও বোনাসের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকরা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয় চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি সড়কে। মঙ্গলবার সকাল ৯টায় শ্রমিকরা এ কর্মসূচী শুরু করে। পুলিশ জানায়, মিলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৬ সপ্তাহের মজুরি, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ২ মাসের বেতন, ঈদ বোনাস এবং ২০ শতাংশ মহার্ঘ্যভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। কোরবানির ঈদ খুবই কাছে এসে যাওয়ার পরও কর্তৃপক্ষ বেতনভাতা পরিশোধ করছে না বলে অভিযোগ শ্রমিকদের। আন্দোলনকারীরা সকাল ৯টায় সড়কে অবস্থান নিয়ে মিছিল শুরু করে। বেলা সাড়ে ১০টার দিকে সেখানে তারা বসে পড়ে। এরপর আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু এর ফলে সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে কয়েক ঘণ্টার জন্য সৃষ্টি হয় তীব্র যানজট।
×