ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ আগস্ট ২০১৭

গাইবান্ধায় রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ আগস্ট ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট ও সুইস রেডক্রস যৌথভাবে জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য সপ্তাহব্যাপী ত্রাণ সহায়তা প্রদান করছে। তাদের প্রদত্ত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপিছু ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১০টি খাওয়ার স্যালাইন। এছাড়া গবাদি পশুর জন্য ১০ কেজি করে ভুষিও প্রদান করা হয়েছে। সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের আমিনা বেগম নৌকায় করে ত্রাণ নিতে আসেন। তিনি ত্রাণ পেয়ে বলেন, ‘হামার এই কষ্টের দিনোত এক্কে সাথে এত্তোগুলা জিনিস কাঁইয়ো হামাক দেয় ন্যাই বাহে। এগল্যা পায়া হামার কষ্টের দিনগুল্যা পার হয়্যা যাবে। আল্লা ওমাক ভালো করুক বাহে।’ গত ২৬ আগস্ট থেকে সরেজমিনে নির্দিষ্ট এলাকায় গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট ও সুইস রেডক্রসের নিবেদিতপ্রাণ কর্মীরা। গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, সাঘাটা উপজেলার হলদিয়া, ঘুড়িদহ, সাঘাটা সদর, ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি সদর, ফজলুপুর, এরেন্ডাবাড়ি ও উড়িয়া ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমে সহায়তা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা, সুইস রেডক্রস ম্যানেজার ডিআরআর তুহিন সমাদ্দার, গোলাম মোস্তফা এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ।
×