ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেরোবিতে চাঁদাবাজ দুই ছাত্রলীগ নেতাকে গণধোলাই

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ আগস্ট ২০১৭

বেরোবিতে চাঁদাবাজ দুই ছাত্রলীগ নেতাকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ আগস্ট ॥ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবির) চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাদিউজ্জামান হাদী ও শহীদ মুখতার এলাহী হল শাখা ছাত্রলীগের (সাময়িক বহিষ্কৃত) সভাপতি ইমতিয়াজ বসুনিয়াকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের পাশের্^ এই ঘটনা ঘটে। আহত দুই ছাত্রলীগ নেতার অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে এক জরুরী সভা করে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে দিয়েছেন। কমিটিতে সহকারী প্রক্টর ড. মোঃ রুহুল আমিনকে আহ্বায়ক, সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমানকে সদস্য সচিব এবং মুহাঃ শামসুজ্জামানকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল লতিফ অভিযোগ করেন, হাদিউজ্জামান হাদী ও ইমতিয়াজ বসুনিয়া সোমবার সকালে সাব কন্ট্রাক্টর মতিয়ারের কাছ থেকে চার হাজার টাকা চাঁদা নিয়ে যায়। এরপর রাতে আবার চাঁদার দাবিতে এলে এখানকার শ্রমিকরা তাদের গণধোলাই দেয়। এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাদিউজ্জামান হাদী মাথায় গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও মুখতার ইলাহী হল শাখার (সাময়িক বহিষ্কৃত) সভাপতি ইমতিয়াজ বসুনিয়ার একটি হাত ভেঙ্গে গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের মন্তব্য নেয়া সম্ভব না হলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিরাপদে থাকুক। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে শিক্ষার্থীদের যেন নিরাপত্তা নিশ্চিত করেন।
×