ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুফানের ভাই মতিনের সেই বিলবোর্ড অপসারণ

প্রকাশিত: ০৫:৫০, ৩০ আগস্ট ২০১৭

তুফানের ভাই মতিনের সেই বিলবোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মা-মেয়েকে নির্যাতন করার ঘটনায় ধর্ষণে অভিযুক্ত আলোচিত তুফানের ভাই ও তুফানবাহিনীর প্রধান পলাতক মতিন সরকারের বিশালাকার ছবি বিলবোর্ড থেকে অবশেষে সরিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার ভোরে তা উধাও হয়ে যায়। শহরের প্রাণকন্দ্র সাতমাথায় প্রায় ১শ’ ফুট দীর্ঘ বিলবোর্ডে পুলিশের খাতায় পলাতক মতিন সরকারের ছবি টাঙানোয় শহরজুড়ে ব্যাপক সমালোচনা ও নানামুখী প্রশ্ন সৃষ্টি করে। দৈনিক জনকণ্ঠে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়। ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে ২৭ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি মতিন সরকার ও তার স্বঘোষিত আশ্রয়দাতা আব্দুল মান্নানের ছবি হঠাৎ সাতমাথার বিশাল বিলবোর্ডে ঝোলানো হয়। তুফানকা-ের পর থেকে মতিন সরকার পলাতক। তার বিরুদ্ধে রয়েছে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা। পলাতক থাকার পরও শহরের প্রাণকেন্দ্রে কিভাবে তাদের বিশালকার ছবি স্থান পেল তা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।
×