ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্দায় সরকারী গাছ কেটে নিলেন জামায়াত নেতা

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ আগস্ট ২০১৭

মান্দায় সরকারী গাছ কেটে নিলেন জামায়াত নেতা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ আগস্ট ॥ নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রশিদের বিরুদ্ধে সরকারী সম্পত্তির গাছ কেটে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার করে ইতোমধ্যে ওই সম্পত্তি থেকে আমসহ বিভিন্ন প্রজাতির ৫০ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন তিনি। ঘটনায় স্থানীয় গিয়াস উদ্দিন মন্ডল নামে একব্যক্তি গনেশপুর-মৈনম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। জানা গেছে, মৈনম মৌজার ১০৮২ নম্বর খতিয়ানের ২৩০১ নম্বর দাগে সম্পত্তির পরিমাণ ২৬ শতক। এ সম্পত্তি থেকে বেশকিছু আমগাছসহ বিভিন্ন প্রজাতির ২০টি গাছ কর্তন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, তার ভাই আব্দুল মজিদসহ একই এলাকার ইকবাল হোসেন। ঘটনায় মৈনম গ্রামের গিয়াস উদ্দিন মন্ডল বাদী হয়ে ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে গাছগুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী গিয়াস উদ্দিন মন্ডল জানান, ভিপি সম্পত্তি থেকে গাছ কর্তনের বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামানকে অবহিত করা হয়। ইউএনও তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দিয়ে গাছ কর্তন বন্ধ ও কাটা গাছগুলো হেফাজতে নেয়ার নির্দেশ দেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ওই দাগে ২৬ শতক জমির মধ্যে ভিপি সম্পত্তির পরিমাণ সাড়ে ৬ শতক। অবশিষ্ট সম্পত্তির মালিক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদসহ তার ওয়ারিশগণ। তিনি আরও জানান, ওই সম্পত্তির সীমানা নির্ধারণ না করেই গাছগুলো কেটে নেয়া ঠিক হয়নি। অবিলম্বে বিষয়টি তদন্ত করে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দফতরে প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানান, সংবাদ পেয়ে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে।
×