ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সিলোনায় যোগ দিয়ে বললেন ফরাসী ফরোয়ার্ড ডেম্বেলে

‘নেইমারের অভাব পূরণ করতে আসিনি’

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ আগস্ট ২০১৭

‘নেইমারের অভাব পূরণ করতে আসিনি’

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার ন্যুক্যাম্প ছাড়ার পর বার্সিলোনায় হাহাকার চলছে। এই ঘাটতি পূরণে কাতালানরা আরেক ব্রাজিলিয়ান ফিলিপ কুটিনহোকে দলে নেয়ার চেষ্টা করেও পারেনি। তবে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ফরাসী ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে দলে ভিড়িয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে তারা। তবে বার্সায় যোগ দিয়ে ২০ বছর বয়সী ডেম্বেলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি নেইমারের অভাব পূরণ করতে আসেননি, খেলবেন নিজের স্বাভাবিক খেলা। সোমবার বার্সিলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন ডেম্বেলে। নেইমার চলে যাওয়ার পর থেকেই তাকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছিল কাতালানরা। অবশেষে প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে দলে নিয়েছে বার্সা। এর সঙ্গে আরও কিছু যোগ হয়ে মোট অঙ্ক দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ ইউরো। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার হবেন ডেম্বেলে। বার্সিলোনায় তার বাই আউট ক্লজ ৪০ কোটি ইউরো। চুক্তি শেষে ন্যুক্যাম্পে প্রায় ১৭ হাজারের বেশি সমর্থকের সামনে ডেম্বেলেকে পরিচয় করিয়ে দেয়। সেখানে ডেম্বেলে বলেন, নেইমার ও আমার মধ্যে বিশাল পার্থক্য। নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি খুবই তরুণ। দিন দিন আমি উন্নতি করছি। উন্নতি করার ও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি এখানে নেইমারের শূন্যতা পূরণ করতে আসিনি। এই জায়গায় তাদের একজন খেলোয়াড় দরকার। তারা আমাকে ডেকেছে এবং এই ক্লাবের জন্য আমি আমার সবটুকু দেব। আমার বয়স ২০। আমার অনেক কিছু শেখার আছে। আর এই কারণেই আমি এই ক্লাবে।
×