ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একটা পা না থাকলেও খেলতেন ধোনি!

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ আগস্ট ২০১৭

একটা পা না থাকলেও খেলতেন ধোনি!

স্পোর্টস রিপোর্টার ॥ চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে খেলা কতটা উপভোগ্য, কতটা গুরুত্বপূর্ণ মহেন্দ্র সিং ধোনির বক্তব্য উদ্ধৃত করে সেটিই জানিয়েছেন নির্বাচক এমএসকে প্রসাদ। ২০১৬ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোট পেয়েছিলেন ধোনি। চোট এতটাই গুরুতর ছিল যে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। সে কারণে ম্যাচের আগে ঢাকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয় পার্থিব পটেলকে। কিন্তু দলের প্রতি ধোনি কতটা দায়বদ্ধ তার প্রমাণ ম্যাচের আগে প্রতিনিয়ত দিয়েছিলেন ধোনি। সে কথা মনে করে এমএসকে প্রসাদ বলেন, ‘ধোনি নিজে আমায় ডেকে বলেছিল যদি ওর একটা পা না-ও থাকে তবুও ও পাকিস্তানের বিপক্ষে খেলবে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ম্যাচের আগেরদিন ধোনিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব ছিল না আমার কাছে। ঢাকায় গিয়ে আমি ধোনির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিলাম ওর মাঠে নামার বিষয়। তখন ও আমায় একটা কথাই বলেছিল, চিন্তা করার কিছু নেই এমএসকে ভাই।’ প্রসাদ আরও বলেন, ‘ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশ থেকে পার্থিবকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এমএস-এর মনের জোর ছিল তারিফ করার মতো। দল ঘোষণা করার আগে ওকে দেখে আমি তাজ্জব বনে যাই। যে একদিন আগে পর্যন্ত হাঁটতে পারছিল না সে তখন প্যাড পরে তৈরি।’ গত কিছুদিন পর্যন্ত খারাপ পারফর্মেন্সের কারণে সমালোচিত হচ্ছিলেন সাবেক অধিনায়ক ধোনি। ২০১৯-এর বিশ্বকাপ দলে জায়গা নিয়ে কথা ওঠে। ধোনির ভবিষ্যত নিয়ে দ্বিধার কথা জানিয়েছিলেন, খোদ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদও। বলেছিলেন, পারফর্ম করতে না পারলে পরিবর্তন খুঁজতে শুরু করবে বোর্ড। কিন্তু এই সমালোচনার জবাব দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে কার্যত একা হাতে ভারতকে জয় এনে দিয়েছেন ধোনি। তার এই চোখ ধাঁধানো পারফর্মেন্সের পরেই ধোনি সম্পর্কে না জানা ওই ঘটনা প্রকাশ করেন এমএসকে প্রসাদ।
×