ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দলবলে জয়সুরিয়ার পদত্যাগ

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ আগস্ট ২০১৭

দলবলে জয়সুরিয়ার পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ ধারাবাহিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া গোটা প্যানেল নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার দেশটির ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, ‘শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া এবং তার কমিটির রঞ্জিথ মাদুরাসিংহে, রমেশ কালুভিথারানা, অশোকা গুরুসিনহা ও এরিক উপাশান্থা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা ক্রীড়ামন্ত্রীকে তাদের সবার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেই চিঠি অনুযায়ী তাদের মেয়াদ শেষ হবে ৭ অক্টোবর।’ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমপর্ব পেরুতে পারেনি শ্রীলঙ্কা দল। এরপর দেশের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজে হার। হারতে হারতে ওদেরই বিপক্ষে শেষে একমাত্র টেস্টটা জিতেছিল। ততদিনে শ্রীলঙ্কার এই ক্রিকেট দল সবচেয়ে খারাপ কি না সেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন, বিতর্ক, সমালোচনায় এই সময়টাকে শ্রীলঙ্কার ক্রিকেটের আঁধার যুগও বলা শুরু হলো। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ পদত্যাগ করলেন। এরপর এলো ভারত। বিরাট কোহলির দলের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে ৩ টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয়ে গেল শ্রীলঙ্কা দল। এরপর ওয়ানডে সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই হেরে বসে আছে। লজ্জার আরও কত কি বাকি কে জানে! ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি২০ দল জয়সুরিয়া কমিটিরই করা। প্রয়োজন পড়লে পরিবর্তন করবেন তারাই। ভারত সিরিজ শেষ হলেই তারা আর শ্রীলঙ্কান নির্বাচক থাকছেন না। দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অজুর্না রানাতুঙ্গা বলেছিলেন, এই নির্বাচক কমিটি মেরুদ-হীন। অবাক হয়েছিলেন, কিছুদিন আগে তারপরও সনাথ জয়সুরিয়ার কমিটির চুক্তি নবায়ন করায়। কিন্তু শ্রীলঙ্কা দলের টানা ব্যর্থতার লজ্জার ভার নিয়ে জয়সুরিয়া নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। পদত্যাগ করছেন। পদ ছাড়ছেন তার কমিটির সবাই।
×