ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মায়াবী ঘাতক নাথান লিয়ন

প্রকাশিত: ০৫:৩৭, ৩০ আগস্ট ২০১৭

মায়াবী ঘাতক নাথান লিয়ন

শাকিল আহমেদ মিরাজ ॥ শেন ওয়ার্ন অবসরে যাওয়ার পর স্পিন বোলিংয়ে অস্ট্রেলিয়াকে একাই টানছেন নাথান লিয়ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শিকারি সাবেক অসি-লেগস্পিন গ্রেট। ৬৮ টেস্টে অফস্পিনার লিয়নের শিকার সেখানে ২৫৬। কিছুতেই ওয়ার্নের সঙ্গে তুলনা করা যায় না। তবে একটি জায়গায় পূর্বসূরির চেয়ে এগিয়ে তিনি। উপমহাদেশের মাটিতেও দারুণ সফল। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বলতে গেলে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন। মুশফিকুর রহীমদের ২২১ রানে অলআউট করার পথে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে তার শিকার সংখ্যা ৩। ম্যাচে ৯। গত ভারত সফরে দল খারাপ করলেও লিয়ন ছিলেন সফল। বেঙ্গালুরুতে ৮ উইকেটের পর ধর্মশালায় নিয়েছিলেন ৫ উইকেট। অথচ ঘরের মাটিতে সেরা ফর্মের ওয়ার্নের বলের সুতো তুলে নিতেন শচীন টেন্ডুলকর-ভিভিএস লক্ষণরা! প্রথম ইনিংসে লিয়নের বোলিং বিশ্লেষন ৩০-৬-৭৯-৩। ওভার প্রতি রান দিয়েছিলেন মাত্র ২.৬৩ করে। রান তুলতে কষ্ট হলেও বাংলাদেশী ব্যাটসম্যানরা তাকে উইকেট বিলিয়ে দেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলীয় স্পিনারকে বুঝতে পারলেন না মুশফিকরা। তামিম ইকবাল (৭৮) ও মুশফিকুর রহিমের (৪১) জুটিটা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল তাতে বড় লিডেরই স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু লাথান লিয়নের ঘূর্ণিতে হয়নি তা। বাংলাদেশের হারানো শেষ ৩ উইকেটের সবক’টিও তার। সাব্বির রহমানকে আউট করার পর তুলে নেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের উইকেট। দ্বিতীয় ইনিংসে লিয়নের বোলিং বিশ্লেষণ ৩৪.৩-১০-৮২-৬। একে একে ফিরিয়ে দেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম (৪), স্পেশালিস্ট ইমরুল কায়েস (২), বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (৫), হার্ডহিটার সাব্বির রহমান (২২), শেষদিকে প্রতিরোধ গড়া মেহেদী হাসান মিরাজ (২৬) আর শফিউল ইসলামকে (৯)। ও হ্যাঁ অধিনায়ক মুশফিককেও (৪১) রানআউট করেছেন তিনিই। লিয়নের ঘূর্ণিঝড়েই বাংলাদেশের বড় লিডের স্বপ্ন শেষ হয়ে যায়। মিরাজ-সাকিবও লিয়নের মতো ভেল্কি দেখাবেন এমন আশায় গুড়েবালি। উল্টো মঙ্গলবার তৃতীয়দিন শেষ বিকেলে ধুন্ধুমার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথে অনেকদূর এগিয়ে রেখেছেন ডেভিড ওয়ার্নার (৯৬ বলে অপারাজিত ৭৫)। ২৪৮ উইকেট নিয়ে একসময় অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট স্পিনার ছিলেন রিচি বেনো। পরে শেন ওয়ার্ন তাকে ছাড়িয়ে এগিয়ে যান যোজন যোজন (৭০৮ উইকেট)। বেনো তবু এতদিন ছিলেন দুইয়ে। রবিবার মিরপুর টেস্টের প্রথমদিনই বেনোকে ছাড়িয়ে গেছেন লিয়ন। বেনোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে টেস্টের আগেও কথা বলেছিলেন। তখন খুব একটি রোমাঞ্চ পাওয়া যায়নি তার কণ্ঠে। ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলার সময় বরাবরের মতোই ছিলেন নিরাবেগ। কিন্তু বাবা-মায়ের অনুপ্রেরণা আর অর্জনটি ধরা দেয়ার পর সেটির বিশালত্বে সেই লিয়নই ছিল বেশ রোমাঞ্চিত। প্রথম ইনিংসে ৩ শিকারে বেনোকে ছাড়িয়ে যাওয়ার পর ২৯ বছর বয়সী নিউ সাউথ ওয়েলস তারকা যেমন বলছিলেন, ‘সবসময় বলেছি ব্যক্তিগত অর্জন আমাকে ভাবায় না। কিন্তু ঘুম থেকে উঠেই বাবা-মায়ের বার্তা পেয়েছি। তারা বলেছেন ‘যাও, আমাদের গর্বিত কর।’ এই ধরনের বার্তা পাওয়া আর নিজের ক্যারিয়ারে পেছন ফিরে তাকানো, সবমিলিয়ে এই অর্জন স্পেশাল কিছু রিচি বেনো একজন কিংবদন্তি। উইকেট সংখ্যায় তাকে ছাড়িয়ে যাওয়া সত্যিই স্পেশাল। এটি আমার হৃদয়ের খুব কাছে থাকবে। দারুণ কিছু সতীর্থ আমি পেয়েছি, যারা এটা উদযাপন করবে। দেশে ফিরে পরিবারের সঙ্গেও উদযাপন করব। তবে অস্ট্রেলিয়া জিতলে তাতে অবদান রাখতে পারলেই বেশি ভাল লাগবে।’ দ্বিতীয় ইনিংসে এমন নৈপুণ্যের পর লিয়ন নিশ্চই আরও বেশি রোমাঞ্চিত। প্রথম ইনিংসে সাকিব আল হাসানের উইকেট নিয়ে লিয়ন স্পর্শ করেন বেনোকে। মেহেদী হাসান মিরাজের উইকেট নিয়ে যান ছাড়িয়ে। আর তাইজুল ইসলামকে ফিরিয়ে স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।
×