ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে

প্রকাশিত: ০৫:৩০, ৩০ আগস্ট ২০১৭

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে

শুক্র ও শনিবার কয়েক দফা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে বর্ণনা করেছেন ‘নজিরবিহীন হুমকি’ হিসেবে। সম্প্রতি উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গেলেও তা জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়ার ঘটনা বিরল। রয়টার্স লিখেছে, উত্তর কোরিয়ার ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার একটি হোয়াসং-১২ মিসাইল বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়ার মধ্যেই এর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপান জরুরী সতর্কতা জারি করলেও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার কোন উদ্যোগ দেখা যায়নি। সূত্র : ইন্টারনেট
×