ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বোমায় নিহত চার

প্রকাশিত: ০৫:১১, ৩০ আগস্ট ২০১৭

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বোমায় নিহত চার

কাবুলের কেন্দ্রস্থলে ব্যাপকভাবে সুরক্ষিত মার্কিন দূতাবাসের কাছে এক ব্যস্ত সড়কে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলাকারীর বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। হামলাকারী নিজেও নিহত হয়েছে। খবর এএফপির। সাম্প্রতিককালে আফগান রাজধানীতে মারাত্মক সিরিজ হামলার মধ্যে এটি সর্বশেষ বোমা হামলার ঘটনা। প্রায় তিন মাস আগে একই স্থানে বিস্ফোরকবোঝাই এক ট্রাক নিয়ে মারাত্মক হামলার পর মঙ্গলবার এ ঘটনা ঘটল। ওই ট্রাকবোমা হামলায় প্রায় ১শ’ ৫০ জন নিহত হয়েছিল। আত্মঘাতী বোমা হামলাকারী স্থানীয় সময় সকাল প্রায় ১০টায় একটি প্রাইভেট ব্যাংক ও মাসুদ স্কয়ারের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানেশ এ কথা জানান। তিনি টুইটারে এক বার্তায় বলেন, বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। অনেক সরকারী কর্মকর্তা-কর্মচারী যখন এ সপ্তাহের ঈদকে সামনে রেখে তাদের বেতন ওঠানোর প্রত্যাশায় ছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে।
×