ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল পাকিস্তান

সমালোচনার প্রতিবাদ

প্রকাশিত: ০৫:১০, ৩০ আগস্ট ২০১৭

সমালোচনার প্রতিবাদ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার বলেছেন, সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানবিরোধী কঠোর সমালোচনার প্রতিবাদ হিসেবে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দ্বিপক্ষীয় সফর স্থগিত করেছে। খবর ডন অনলাইনের। সিনেটে মন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সূত্র বলেছে, পাকিস্তান ট্রাম্পের উত্তেজনাপূর্ণ মন্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। সিনেটে নিয়মিত অধিবেশনের পূর্বে এটি কমিটিতে রূপ নেয়। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী এ্যালিস ওয়েলসের মঙ্গলবার পাকিস্তানে আসার কথা ছিল এবং পররাষ্ট্রমন্ত্রী আসিফের গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার কথা ছিল। আসিফ দক্ষিণ এশিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক প্রকাশ্য নীতির ব্যাপারে বলেন, পাকিস্তান ভারতের জন্য আফগানিস্তানে কোন সামরিক ভূমিকা রাখার বিষয়টি কল্পনায় আনতে পারে না। সূত্র জানায়, মন্ত্রী বলেছেন, এটা বরং হবে এক অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা তিনি কমিটির এ ক্যামেরা অধিবেশনে দাবি করেন যে, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারতকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বলেন, ট্রাম্পের দক্ষিণ এশীয় নীতিতে ভারতের জন্য আফগানিস্তানে কোন সামরিক ভূমিকা রাখার সুযোগ নেই। প্রেসিডেন্টের মন্তব্য অনেকের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। কারণ, এরা মনে করেন, ভারত এর মধ্যেই পাকিস্তানে নস্যাতমূলক তৎপরতা চালানোর জন্য আফগান ভূখ- ব্যবহার করছে। আলোচনায় অংশগ্রহণকারী একজন ডনকে বলেছেন যে, সদস্যরা বরং পাকিস্তানে ভারতের উদ্যোগে সন্ত্রাসী ঘটনার বিস্তারিত তথ্য আলোচনার চেষ্টা করেছেন। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এ্যান্ড এনালাইসিস উইংয়ের গ্রেফতার অধীনে কর্মকর্তার তৎপরতা। পাকিস্তানে সন্ত্রাস উসকে দেয়ার জন্য ভারতীয় উপস্থিতির নিরসন না হলে তা নিয়ন্ত্রণের জন্য কী কৌশল গ্রহণ করা হবে, এ প্রশ্নও উত্থাপন করেন সদস্যরা।
×