ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাগপার সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশিত: ০৫:০৬, ৩০ আগস্ট ২০১৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাগপার সঙ্গে ইসির সংলাপ আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। দল দুটির মধ্যে রয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক দল জাগপা। ইসি জানিয়েছে, বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে বিপ্লবী ওয়াকার্স পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। অপরদিকে বিকেল তিনটায় জাতীয় গণতান্ত্রিক দল জাগপার সঙ্গে সংলাপের সময় নির্ধারিত রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ইসি জানায়, ঈদের আগে আজই শেষ সংলাপ। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে পুনরায় সংলাপ শুরু হবে। ঈদের পরে ছয় দলের সঙ্গে সংলাপের জন্য সময়সূচী ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এখন দলগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে দেয়া হয়েছে।
×