ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৭ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:০৬, ৩০ আগস্ট ২০১৭

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৭ সেপ্টেম্বর

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, ঈদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সারাদেশে দলকে শক্তিশালী ও নির্বাচনীমুখী করতে করণীয় এবং চলমান দলের নতুন সদস্য ও সদস্য নবায়ন প্রক্রিয়া জোরদার করতে প্রয়োজনীয় নানা কর্মপরিকল্পনা গৃহীত হবে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী এ ফোরামে। এছাড়া ষোড়শ সংশোধনী নিয়ে সৃষ্ট পরিস্থিতি এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির আন্দোলনের হুমকি মোকাবেলা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
×