ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:০৫, ৩০ আগস্ট ২০১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৫ আগস্ট দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় ‘পাকিস্তান সরকারের চাকরি করেও মুক্তিযোদ্ধা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ আতিয়ার রহমান ফকির। প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার গ্রামের প্রতিপক্ষ গ্রাম্য কোন্দলের জের ধরে বিভিন্ন জায়গায় তাকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে অভিযোগ করে আসছে। জনকণ্ঠের প্রতিবেদনে ওই ধরনেরই একটি অভিযোগের কথা উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে ওইসব অভিযোগের কোন ভিত্তি নেই। প্রতিবাদলিপিতে আতিয়ার রহমান নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনটি অসত্য দাবি করে তিনি তার তীব্র প্রতিবাদ জানান। ॥ ২ ॥ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় গত ২৪ আগস্ট প্রকাশিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মামলা করার পরামর্শ’ শীর্ষক সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রভাষক মোঃ হাফিজুর রহমানের উচ্চতর গ্রেড সংশ্লিষ্ট বিষয়ে মহামান্য সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস কর্তৃক বিশ^বিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অন্যান্যের বিরুদ্ধে তাকে মামলা করার ‘নির্দেশনা’ দেয়া হয়েছে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসের সঙ্গে বিশ^বিদ্যালয়ের আইন উপদেষ্টার মাধ্যমে যোগাযোগ করে এটি নিশ্চিত হওয়া গেছে যে, ঐ অফিস থেকে বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হাফিজুর রহমানকে মামলা করার কোন ‘নির্দেশনা’ দেয়া হয়নি। তার উচ্চতর গ্রেড সংশ্লিষ্ট রিট পিটিশন নম্বর ২১৫১/২০১৬ মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক উভয় পক্ষের শুনানি অন্তে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে যখন বিষয়টি হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায়ের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিশ^বিদ্যালয়ে প্রক্রিয়াধীন আছে, তখন বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনরূপ যোগাযোগ না করে আপনার পত্রিকায় এ ধরনের সংবাদ পরিবেশন খুবই দুর্ভাগ্যজনক। বলার অপেক্ষা রাখে না, সংশ্লিষ্টদের এ ধরনের সর্বৈব অসত্য তথ্যনির্ভর সংবাদ পরিবেশন উদ্দেশ্যমূলক এবং মানহানিকর।
×