ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে অনুরোধ আওয়ামী লীগের

প্রকাশিত: ০৫:০৫, ৩০ আগস্ট ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে অনুরোধ আওয়ামী লীগের

বিশেষ প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারকে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কি-না সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছে দলটি। আওয়ামী লীগ জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের সিদ্ধান্ত অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে দেশটির প্রতি। মঙ্গলবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে এ আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছি। কিন্তু এখন আর তাদের জায়গা দেয়া সম্ভব হচ্ছে না। বরং এ মর্মান্তিক পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে উঠেছে। এ বিষয়ে আমরা মানবিক বিষয়টি দেখেছি। তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের সিদ্ধান্ত অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। বিদেশে বসে খালেদা জিয়ার রোহিঙ্গাদের নিয়ে বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়াসংক্রান্ত বিএনপি নেত্রীর বক্তব্য সমর্থনযোগ্য নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির অপরাজনীতি ছাড়া আর কোন উপায় নেই। ওবায়দুল কাদের ঈদের উৎসব বন্যার্তদের সঙ্গে কাটানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ঈদের খরচ কমিয়ে বন্যার্তদের সহযোগিতার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ দেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের পেছনে কোন ষড়যন্ত্র আছে কি-না তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের ধারণক্ষমতার সঙ্গে সামাজিক বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই এটা নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি, সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের সম্পাদকম-লীর সভায় কয়েকটা এজেন্ডা নিয়ে কথা বলেছি, এরমধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়টিও ছিল। এই বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমাদের জন্য কঠিন একটা বিষয়। এ সময় জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের অনুশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের প্রতিবেদন ও অনুশাসনের নিয়মানুযায়ী মিয়ানমার সরকারকে অনুরোধ করব রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার আশু ব্যবস্থা গ্রহণের জন্য। দলীয় নেতাকর্মীরা এবার ঈদ আনন্দ বন্যাদুর্গতদের উৎসর্গ করবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা এবারের ঈদ বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য উৎসর্গ করব। আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার সঙ্গে আমরা কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের নেতারা এবার ঈদে বন্যাদুর্গত এলাকায় যাবে এবং তাদের জন্য ঈদে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
×