ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হয়েছে

প্রকাশিত: ০৫:০৫, ৩০ আগস্ট ২০১৭

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেষ দফার বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা আরও দীর্ঘ হয়েছে। বিভিন্ন ধরনের মেরামত ও নতুন নির্মাণকাজ করতে হবে। এজন্য দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচী পর্যালোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রম সুনির্দিষ্ট করা হয়। এ সময় মন্ত্রী কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রকল্পের কাজ আগামী বছরের জুনের আগেই শেষ করার নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতীয় অগ্রগতির চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন বেশি হলেও আমরা সন্তুষ্ট হতে পারি না। আগামীবার শতভাগ বাস্তবায়ন করতে হবে। বরাদ্দ অর্থের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। সে প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাবছরের কাজ ভাগ করে স্থির করা হয়েছে। সব কর্মসূচী পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে।
×