ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ

প্রকাশিত: ০৫:০৪, ৩০ আগস্ট ২০১৭

রাজধানীতে কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে পশু কোরবানির সকল প্রকার বর্জ্য ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার রাজধানীর নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণে দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী ও সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মেয়র বলেন, আমরা আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে পারব ও নগরবাসীকে পরিষ্কার নগর উপহার দেয়া হবে। এরপর ৩ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন যৌথভাবে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সভায় জানানো হয়, ডিএনসিসি মেয়র আনিসুল হক বিদেশে চিকিৎসাধীন থাকায় এ বছর যৌথভাবে ঈদের আগে এ সংক্রান্ত প্রস্তুতি সভা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর শফিকুল আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেয়র জানান, রাজধানীর দুই সিটিতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭১টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪৬টি স্থানে পশু কোরবানি দেয়া যাবে। নির্ধারিত স্থানের বাইরে পশু কোরবানিতে কোন নিষেধাজ্ঞা না থাকলেও পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার জন্য কয়েক বছর ধরে আলাদাভাবে স্থান নির্ধারণ করে দেয়া হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। তাই আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। তাহলে আমাদের বর্জ্য অপসারণ করা সহজ হবে। বাড়ির ভেতরে কোরবানি করলেও নির্ধারিত ব্যাগে ময়লাগুলো বাইরে এনে রাখবেন। এছাড়া কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি কর্পোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে। মেয়র বলেন, এবার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে ঢাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। এই হিসেবে ঈদের তিন দিনে প্রায় ২৮ হাজার টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে রাজধানীতে। মেয়র বলেন, কোরবানির দিন দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিষ্কার নগর উপহার দেয়া হবে। এরপর ৩ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন যৌথভাবে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে সংবাদ সম্মেলন করবে। এরপরও যদি কোথাও কোরবানির বর্জ্য পরে থাকতে দেখা যায় থাকলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার জন্য ০৯৬১১০০০৯৯৯ হটলাইনে ও উত্তর সিটি কর্পোরেশনের জন্য ৯৮৩০৯৩৬ হটলাইনে তথ্য দেয়ার জন্য অনুরোধ জানান তিনি। এ ছাড়া ঢাকা উত্তর সিটির নগর এ্যাপসে ছবি তুলে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এমনকী ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য দেয়ার অনুরোধ করা হয়েছে। এ বছর রাজধানীতে ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হওয়ার কথা রয়েছে। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৮ হাজার টন এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১০ হাজার টন বর্জ্য হতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পশু জবাইয়ের জন্য ঢাকা দক্ষিণে ৬২৫ জন এবং উত্তরে ৫৯২ জন ইমাম ও কসাই উপস্থিত থাকবেন। এদিকে ঢাকা দক্ষিণ এলাকায় ১৫টি এবং উত্তরে ৮টি পশুর হাটের বর্জ্য অপসারণের জন্য মোট ১৭ হাজার পরিচ্ছন্নকর্মী কাজ করবে।
×