ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিরপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার নিহত

প্রকাশিত: ০৪:৫৯, ৩০ আগস্ট ২০১৭

মিরপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে এক ঠিকাদার খুন হয়েছেন। এদিকে গোলাপবাগে পয়ঃনিষ্কাশন লাইনে বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছেন। এতে দু’জন মারাত্মক দগ্ধ হয়েছেন। যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরে মুখোসধারী দুর্বৃত্তদের গুলিতে আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক ঠিকাদার খুন হয়েছেন। নিহতের বাবার নাম বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন খাঁন। তিনি কাফরুলের পূর্ব কাজীপাড়া এলাকার ৪৯২ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। নিহতের বন্ধু রবিউল ইসলাম জানান, আনিস মিরপুর কাজীপাড়া থাকেন। ঠিকাদার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে পশ্চিম শ্যাওড়াপাড়ার ইকবাল রোডের রুবেল ফার্মেসির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন আনিস। এ সময় মুখোসধারী দুই যুবক খুব কাছ থেকে তাকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে শ্যামলীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। পরে গভীর রাতেই সেখান থেকে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে ঠিকাদার আনিসুর রহমান আনিসের মৃত্যু হয়। দু’জনের মৃত্যু রাজধানীর গোলাপবাগে পয়ঃনিষ্কাশন লাইনে বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছে। এতে দু’জন মারাত্মক দগ্ধ হয়েছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় আব্দুস বাছেদ মাঝি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার টরকী গ্রামে। তিনি রায়েরবাগ মিরাজনগর এলাকায় বি-ব্লকে সপরিবারে বসবাস করতেন।
×