ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় বিজিবি ও পুলিশ সদস্যসহ নিহত ৮ জন

প্রকাশিত: ০৪:৫৩, ৩০ আগস্ট ২০১৭

সড়ক দুর্ঘটনায় বিজিবি ও পুলিশ সদস্যসহ নিহত ৮ জন

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও পুলিশ কনস্টেবলসহ নিহত হয়েছেন আটজন। এর মধ্যে রাজশাহীতে কনস্টেবলসহ চারজন, যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে বিজিবি সদস্য, সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক, বরিশালে বৃদ্ধা ও জামালপুরে ট্রাক চাপায় মারা গেছেন একজন হকার। সোম ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১ জন, গোদাগাড়ীতে ২ জন ও মোহনপুরে ১ জন নিহত হন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, বেলা পৌনে ১২টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনে বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের নাম রুবিনা আক্তার (৩৫)। তিনি তানোর উপজেলার চুনিয়াপাড়া এলাকার মিনারুলের স্ত্রী। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, জেলার গোদাগাড়ীতে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হন। ভোর ৬টার দিকে শহীদ ফিরোজ চত্বরে দুই ট্রাকের ধাক্কায় হেলপার এবং সকাল ৮টার দিকে মহিশালবাড়ী সিএ্যান্ডবি মোড়ে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত হন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাকের হেলপার জাহিদ (২০) এবং গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের আফসার আলী (৭৫)। অপরদিকে, মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল সেলিম রেজা নিহত হন। যশোর ॥ জেলার ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ল্যান্স করপোরাল মফিজুল ইসলাম (৩০) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের হাজিরালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ৫১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সাভার ॥ আশুলিয়ায় ট্রাক চাপায় এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া-রাজিহার সড়কে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও ইউপি চেয়ারম্যানসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর ॥ সরিষাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় মুকুল মিয়া (৪০) নামে একজন হকার নিহত হয়েছেন। সরিষাবাড়ী পৌরসভার আলতা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি ফেরি করে হাড়ি-পাতিল বিক্রি করতেন। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলা গড়েয়া হাড়িপুকুর এলাকায় পাট বোঝায় ট্রাক উল্টে ২ শ্রমিকের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে।
×