ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী রায়ে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে ॥ ইনু

প্রকাশিত: ০২:৫১, ২৯ আগস্ট ২০১৭

ষোড়শ সংশোধনী রায়ে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনী রায়ে সংসদকে খাটো করায় ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে সংসদকে খাটো করা হয়েছে। এতে একদিকে ষড়যন্ত্রের রাজনীতি উৎসাহিত হয়েছে, অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতি খাটো হয়েছে। এটা খুবই দুঃখজনক। মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিআইবি অডিটোরিয়ামে চার মাসব্যাপী এ কোর্সের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আদালতের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমের মতো বিচার বিভাগকেও পবিত্রতা রক্ষা করতে হবে। বিচারপতিরা বিচার করবেন, তবে রাজনীতির বিচারক হবেন না। আদালত রাজনীতির মঞ্চ হবেন না। রাজনীতিতে নাক গলাবেন না। মন্ত্রী বলেন, বিচারপতিরা সংবিধানের ব্যাখ্যা দেবেন। কিন্তু জনগণের অভিভাবক সাজার চেষ্টা করবেন না। জনগণকেই দেশের মালিক ও অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন তিনি। পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। অনলাইন কোর্সের বিস্তারিত তুলে ধরেন এটুআই’র ই-লার্নিং কর্মকর্তা আরেফিন চৌধুরী। শাহ আলমগীর জানান, অনলাইন কোর্সের উদ্ধোধন বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে নতুন মাইলফলক। সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ, টেলিভিশন সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও উন্নয়ন সাংবাদিকতা- এ চারটি বিষয়ের কোর্সে অংশ নেয়া যাবে। মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
×