ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ভাসমান বীজতলা এখন রোপন উপযোগী

প্রকাশিত: ০১:১৭, ২৯ আগস্ট ২০১৭

ঝালকাঠিতে ভাসমান বীজতলা এখন রোপন উপযোগী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় আমন আবাদের শুরুর সময় দেশে অন্যান্য অঞ্চলের বন্যা কবলিত হওয়ায় সতর্কতামুলক পদক্ষেপ হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ভাসমান বীজতলা তৈরি করে রেখেছে। বর্তমানে এই বীজতলা রোপন পর্যায়ে চলে এসেছে। জেলার ৪টি উপজেলায় কৃষি বিভাগের মাধ্যমে ৬০টি ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। কলাগাছের ভেলা ও কচুরিপানায় কৃষি বিভাগের প্রযুক্তি অনুযায়ী মাঠ পর্যায় কৃষকদের দিয়ে এই বীজতলা তৈরি করা হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায় উপসহকারী কৃষি কর্মকর্তা সহ জেলা ও উপজেলঅ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ভাসমান বীজতলা তৈরির কাজের করেছে। এই কাজের মাধ্যমে কৃষকরা আপদকালীন দূর্যোগ পরিস্থিতিতে বীজতলা তৈরির হাতে কলমে প্রশিক্ষন পেয়েছে। ব্রী ৭২ জাতের বীজ দিয়ে এই ভাসমান বীজতলা করা হয়েছে ১ ফুট লম্বা ও ৬ ফুট প্রসস্ত ভেলা ও কচুরি পানায় ভাষমান জীবতলা তৈরি করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ২০টি, নলছিটি উপজেলায় ২৬টি, রাজাপুর উপজেলায় ৮টি ও কাঠালিয়া উপজেলায় ৬টি বীজতলা করা হয়েছে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক শেখ আবু বকর সিদ্দক ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা শ্যামল কুমার দাসকে নিয়ে কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তারা ভাসমান জীবতলা পরিদর্শন করেছেন। ঝালকাঠিতে সম্প্রতি কৃষি অধিদপ্তরের মহা পরিচালক ঝালকাঠি শহরে এলে তিনিও এই বীজতলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
×