ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা

প্রকাশিত: ০০:২১, ২৯ আগস্ট ২০১৭

পুলিশের কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহন পারাপার নিরাপদ ও নির্বিঘ্নে করতে এক ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে মোতায়নকৃত পুলিশ ফোর্সদের নিয়ে ব্রিফিং করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ সময় পুলিশ সুপার বলেন, আপনারা ঈমানের সাথে ডিউটি পালন করবেন। ডিউটি হচ্ছে ইবাদত। নিয়মের বাইরে গিয়ে কাউকে কোন সুযোগ সুবিধা দিবেননা। মানুষ যাতে নিরাপদ ও নিরর্বিঘেœ শিমুলিয়া ঘাট পার হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যেতে পারে পুলিশ সদস্যদের সে দিকে খেয়াল রাখতে হবে। এবার ঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় ৬ শতাধিক আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে। তিনি এ সময়ে আরো বলেন, আমরা ঘাটকে চাঁদাবাজ মুক্ত করেছি। কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা। ফেরীতে যানবাহন পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী বাস ও ছোট গাড়িকে অগ্রাধিকার দিতে হবে এবং ঈদের আগে পরে মোট ৭ দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে। এ সময়ে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, নৌ-পুলিশের সহকারি পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ, লৌহজং থানার ভারপাপ্ত কর্মকতা মো.আনিচুর রহমান, নৌ-পুলিশের ইন্সেপেক্টর মো.আরমান হোসেন ও মো.রফিকুল ইসলাম প্রমুখ।
×