ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসলিম লীগ ও খেলাফতের সঙ্গে ইসির সংলাপ

প্রকাশিত: ০৮:২২, ২৯ আগস্ট ২০১৭

মুসলিম লীগ ও খেলাফতের সঙ্গে ইসির সংলাপ

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে সোমবার দুটি দলের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বেলা এগারোটায় বাংলাদেশ মুসলীম লীগের সঙ্গে এবং বেলা তিনটায় খেলাফত মজলিশের সঙ্গে ইসির সংলাপ হয়। সংলাপে মুসলিম লীগের পক্ষ থেকে আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্বাচনের এক মাস আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনেরও সুপারিশ করা হয়। অপরদিকে খেলাফত মজলিশের পক্ষ থেকে ইসির বৈঠকে প্রস্তাব করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারী দলের সঙ্গে বিরোধী দলগুলোর জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। নির্বাচনের সময় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আনাসহ একগুচ্ছ সুপারিশ তারা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরে। দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, দলগুলোর কিছু প্রস্তাব রাজনৈতিক। কিছু প্রস্তাব সাংবিধানিক। রাজনৈতিক সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। নির্বাচনের আগে রাজনৈতিক মামলা প্রত্যাহারে ইসির উদ্যোগের বিষয়ে বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রস্তাবের পরিপেক্ষিতে বলেছে, ফৌজদারি মামলায় ইসি কিছু করবে না। অন্য মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও নির্বাচন কমিশন কিছুই বলেনি। সহিংস মামলাগুলোর বিষয়ে ইসির কিছু করার নেই তাদের বলা হয়েছে।
×