ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের চার দিনব্যাপী সম্মেলন শুরু

প্রকাশিত: ০৮:১১, ২৯ আগস্ট ২০১৭

বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের চার দিনব্যাপী সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। সোমবার সকাল নয়টায় বিজিবি সদর দফতরের ক্যাপ্টেন শহীদ আশরাফ হলে সম্মেলনের উদ্বোধন করেন বিজিবি ডিজি মেজর জেনারেল আবুল হোসেন। সম্মেলনে পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ ঢাকার বাইরে বিজিবি পরিচালিত ২৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। বিজিবি ডিজি বলেন, মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। দেশের ভবিষ্যত প্রজন্মকে সম্পদে পরিণত করতে শিক্ষার কোন বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে মানবিক, নৈতিক, যুগোপযোগী ও তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে পৌঁছে গেছে। বিজিবি পরিচালিত প্রতিষ্ঠানসমূহে শিক্ষার প্রত্যাশিত মানোন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচেষ্টার সফল বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজিবিতে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে বিজিবির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতামত এবং দেশের প্রথিতযশা শিক্ষাবিদদের মূল্যবান পরামর্শ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আগামী ৩১ আগস্ট সম্মেলনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে সম্মেলনে অংশগ্রহণকারীরা বিজিবির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদগণের মতামত ও পরামর্শের সারমর্ম ও সুপারিশমালা উপস্থাপন করা হবে বলে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান।
×