ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দরপত্র ছাড়াই ভারতীয় কোম্পানিকে কাজ দিল পিডিবি ॥ চুক্তি সই

প্রকাশিত: ০৭:২৮, ২৯ আগস্ট ২০১৭

দরপত্র ছাড়াই ভারতীয় কোম্পানিকে কাজ দিল পিডিবি ॥ চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ভারতীয় কোম্পানি শাপুর্জি পালনজি’র সঙ্গে ২০০ মেগাওয়াটের আইপিপি বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে পিডিবি। দ্বৈত জ্বালানির বিদ্যুত কেন্দ্রটি গ্যাস এবং ডিজেলে চলতে পারবে। ভোলায় গ্যাস থাকলেও কেন সরকারী কোম্পানিকে দিয়ে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হলো না এ প্রশ্ন সুরাহা না করেই বিদ্যুত বিভাগ দরপত্র ছাড়াই কেন্দ্রটির কাজ দিলো ভারতীয় কোম্পানিকে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে গ্যাসের অভাবে বিদ্যুত কেন্দ্র বন্ধ থাকলেও ভোলায় পরিস্থিতি ভিন্ন। ভোলায় আরও গ্যাস তোলার জন্য নতুন করে কূপ খনন হচ্ছে। সোমবার বিকেলে রাজধানীর বিদ্যুত ভববেন বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে ভারতীয় কোম্পানি শাপুর্জি পালনজি গ্রুপের প্রতিষ্ঠান ‘নতুন বিদ্যুত (বাংলাদেশ) লিমিটেড’-এর এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিদ্যুত কেন্দ্রটির গ্যাসে ২২০ মেগাওয়াট এবং ডিজেলে ২১২ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারবে। বিদ্যুত ক্রয় চুক্তিতে পিডিবির পক্ষে সংস্থার সচিব মিনা মাসুদ উজ্জামান ও নতুন বিদ্যুত বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জে সিনহা মহাপাত্র স্বাক্ষর করেন। ২২ বছর মেয়াদী চুক্তির আওতায় বিদ্যুত সরবরাহ করা হবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে। চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশী-বিদেশী বেসরকারী বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। এ চাহিদা পূরণে বিদ্যুত খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে। পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বিদ্যুত সচিব ড. আহমেদ কায়কাউস, পেট্রোবাংলার চেযারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ ও শাপুর্জি-পালনজি’র ব্যবস্থাপনার পরিচালক মুকুন্দন শ্রী নিবাসন।
×