ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ও উত্তর

প্রকাশিত: ০৬:৫৫, ২৯ আগস্ট ২০১৭

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। দীর্ঘদিন যাবত আমার দু’পায়ের তলায় চামড়া উঠছে ও ফেটে যাচ্ছে। এ যেন এক বিড়ম্বনা। অনেক ওষুধ ব্যবহার করেছি। কিন্তু ভাল হচ্ছে না। আমি দ্রুত আরোগ্য লাভ করতে চাচ্ছি। আবুল হোসেন জোড়পুকুরপাড়, চাঁদপুর উত্তর : আপনার সমস্যাটি ত্বকের একটি দুরূহ সমস্যা। খালি চোখে না দেখলে রোগটি শনাক্ত করা অসম্ভব। তাই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫৬। বিয়ের সময় আমি শারীরিকভাবে খুব সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গের উত্থান হচ্ছে না। আমি এতে অসহায় হয়ে পড়েছি। তাই দ্রুত এর স্থায়ী সমাধান চাচ্ছি। আবুল ফারাহ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। সাক্ষাত ছাড়া এবং সেক্স-হরমোন এনালাইসিস না করে রোগটির সঠিক চিকিৎসা সম্ভব নয়। তাই দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। প্রশ্ন : আমি বিবাহিতা। এক বাচ্চার মা। বয়স ৩১। এ অল্প বয়সেই আমার স্তনদ্বয় নরম হয়ে ঝুলে যাচ্ছে। এতে আমার স্বামী নাখোশ। আমার স্তনদ্বয় টান টান করার কোন চিকিৎসা আছে কি? রুমা মগবাজার, ঢাকা উত্তর : আপনি ভাববেন না। কারণ বর্তমানে অত্যন্ত আধুনিক প্রক্রিয়ায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রেডিও-ফ্রিকোয়েন্সি ওয়েবস আপনার স্তনদ্বয় টান টান করে আকর্ষণীয় করতে সক্ষম। প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৪০। আমি সব সময় সুন্দর থাকতে পছন্দ করি। কিন্তু আমার মুখের ও কপালের ত্বকে বেশকিছু বলিরেখা ও বয়সের চিহ্ন আমাকে বুড়িয়ে তুলছে। এতে আমি হতাশ এবং দ্রুত সমস্যাটি থেকে মুক্তি চাচ্ছি। জোস্না বেগম গুলশান, ঢাকা উত্তর : বর্তমানে এটি কোন সমস্যাই নয়। আপনি চাইলে অত্যাধুনিক পদ্ধতিতে ঋরষষবৎ থেরাপি এবং মেসোথেরাপির মাধ্যমে আপনার মুখের ত্বকে যৌবন ফিরিয়ে আনা সম্ভব। ডাঃ একেএম মাহমুদুল হক খায়ের ত্বক, যৌন, সেক্স ও এ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন। সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ০১৬৭৮৫৯২০৭১
×