ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন কর্মকর্তা এলিস ওয়েলসের পাকিস্তান সফর স্থগিত

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৭

মার্কিন কর্মকর্তা এলিস ওয়েলসের পাকিস্তান সফর স্থগিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস তার পূর্বঘোষিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বিতর্কিত মন্তব্যের জের ধরে যখন দেশটিতে প্রচ- উত্তেজনা বিরাজ করছে তখন এ সফর স্থগিত করার ঘটনা ঘটল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামাবাদের মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। তবে তার সফর স্থগিত করার কারণ কেউ ব্যাখ্যা করেনি। খবর ডনের। এর আগে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওয়েলস ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর করবেন। এসব দেশের সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল।
×