ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাকার্তায় হামলার চক্রান্ত ॥ নারী জঙ্গীর সাত বছর জেল

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৭

জাকার্তায় হামলার চক্রান্ত ॥ নারী জঙ্গীর সাত বছর জেল

জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্রের দায়ে জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেট-অনুপ্রাণিত ইন্দোনেশিয়ার এক নারীকে সাড়ে সাত বছর কারাদ- দেয়া হয়েছে। সোমবার ওই নারীর আইনজীবী এ তথ্য জানিয়েছেন। ডিসম্বরে প্রেসিডেন্ট প্যালেসে হামলার পরিকল্পনার পূর্বে ডিয়ান ইয়ালিয়া নোভিকে তার হাউস বোডিং থেকে রাতে একটি প্রেসার কুকারে আটকে রাখা তিন কিলোগ্রাম বোমাসহ গ্রেফতার করা হয়। ২৮ বছর বয়সী সাবেক অভিবাসী শ্রমিক নোভিকে সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে পূর্ব জাকার্তার জেলা আদালত শুক্রবার এ রায় দেয়। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা আছেন বলেও তার আইনজীবী এএফপিকে জানিয়েছেন। ওই নারীর আইনজীবী কামসি বলেন, ‘বিচারকরা জানিয়েছেন, সরকারের সন্ত্রাসবাদ নির্মূল করার প্রচেষ্টার বিরুদ্ধে নোভি কাজ করেছেন এবং এর কারণে জনগণের অশান্তি সৃষ্টি হয়েছে।’ গত বছর ওই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার দায়ে নোভি ও তার স্বামীসহ ৫ জঙ্গীকে গ্রেফতার করা হয়। -এএফপি
×