ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও আবেদন ২৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ আগস্ট ২০১৭

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও আবেদন ২৪ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্ধারিত পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া নাহি এ্যালুমিনিয়াম লিমিটেডের আবেদন নেয়া শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, আইপিওর মাধ্যমে নাহি এ্যালুমিনিয়াম লিমিটেড পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা। আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এ সময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা। সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ব্র্যাক আইটির শেয়ার ছেড়ে দিচ্ছে ব্র্যাক ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠা ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের শেয়ার ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্র্যাক আইটি সার্ভিস আর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান থাকছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্র্যাক আইটি সার্ভিসের ১ হাজার ৩৪টি শেয়ার ছেড়ে দেবে ব্র্যাক ব্যাংক।
×