ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬ হাজারের কাছাকাছি শেয়ার বাজারের সূচক

প্রকাশিত: ০৫:৫২, ২৯ আগস্ট ২০১৭

৬ হাজারের কাছাকাছি শেয়ার বাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সোমবার সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এদিন ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে অবস্থান করছে। এখন সূচক আর মাত্র ৫৩ পয়েন্ট অতিক্রম করলেই ৬ হাজারের ঘরে পৌঁছাবে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এদিকে ডিএসইতে লেনদেনেও উন্নতি হয়েছে। দিনটিতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০২ কোটি ৫৮ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৯৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২১ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, তিন দিনে টানা সূচকের বৃদ্ধি পুঁজিবাজারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। সোমবারের এই সূচকের উর্ধগতির ফলে নতুন সূচকটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। দিনটিতে মাঝারি মূলধনের কোম্পানিগুলোর দর বেড়েছে বেশি। তবে অন্য খাতের মধ্যে বস্ত্র খাত ১.৩০ শতাংশ ও ব্যাংক খাতের দর বেড়েছে ১.৩০ শতাংশ। একইদিনে সিরামিক খাতের দর বেড়েছে ৪.৯০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিবিএস, বিবিএস কেবল, ফরচুন সুজ, আল আরাফাহ ইসলামী ব্যাংক, মবিল যমুনা বিডি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও আর্গন ডেনিম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ফু-ওয়াং সিরামিক, মুন্ন সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, আনালিমা ইয়ার্ন, এপেক্স স্পিনিং, প্রাইম টেক্স, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড ও মিথুন নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- কে এ্যান্ড কিউ, ইনটেক অনলাইন, ইবিএল মিউচুয়াল ফান্ড, সোনালি আঁশ, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইন ফুড, আজিজ পাইপ, ফার্স্ট ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮, কমেছে ৮৯ এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আরএকে সিরামিক, ফরচুন সুজ, এবি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, বিবিএস কেবল, বিবিএস, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও বেক্সিমকো।
×