ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঋণের টাকা ব্যবহার করতে পারবেন না চামড়া ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:৫০, ২৯ আগস্ট ২০১৭

ঋণের টাকা ব্যবহার করতে পারবেন না চামড়া ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির চামড়া কিনতে দেয়া ঋণের টাকা খুব একটা কাজে আসবে না। এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। বরং গত বছরের অনেক চামড়াই এখনও অবিক্রীত থেকে যাওয়ায় ক্ষতির মুখে তারা। দিতে পারছেন না কাঁচা চামড়া ব্যবসায়ীদের বকেয়া পাওনা। তাই সাভারে পুরোদমে কাজ শুরু না করা পর্যন্ত সঙ্কট থেকেই যাচ্ছে। ট্যানারি শিল্পের জন্য কাঁচা চামড়ার বড় অংশ আসে ঈদ-উল আজহায়। তাই প্রতিবছরই চামড়া সংগ্রহ করতে ঋণ দিয়ে থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এবারও প্রায় ৭৩৫ কোটি টাকা ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। তবে এই ঋণ খুব একটা কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, হাজারিবাগ থেকে উচ্ছেদের কারণে অনেকেরই গত বছরের চামড়া অবিক্রীত রয়ে গেছে। তাই আগের ঋণই পরিশোধ করতে পারেননি ট্যানারি মালিকরা। আর কাঁচা চামড়া সংগ্রহকারকরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে পাওনা বকেয়া পরিশোধ করা না হলে এবার চামড়া সংগ্রহ করাই কষ্ট হয়ে যাবে তাদের জন্য।
×