ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোনাস জটিলতায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ২৯ আগস্ট ২০১৭

বোনাস জটিলতায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বোনাস দেয়াকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সমান টাকা বোনাস পেতেন। নতুন বেতন স্কেল অনুযায়ীও মূল বেতনের সমান বোনাস পাওয়ার কথা। কিন্তু বর্তমান গবর্নর দায়িত্ব নেয়ার পর পুরাতন বেতন স্কেল অনুযায়ী (২০১৫ বেতন স্কেল) বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার্স কাউন্সিল, কর্মচারীদের সংগঠন সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতারা গবর্নরের সঙ্গে বোনাসের বিষয়ে আলোচনা করতে দেখা করতে যান। আলোচনায় গবর্নর জানান, বিষয়টি ভেবে দেখা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় গবর্নর কর্মকর্তা-কর্মচারী নেতাদের অর্থমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা জানান। কিন্তু তারা এটা মানতে রাজি ছিলেন না। পরে ব্যাংকের ৩০ তলা ভবনের নিচে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সেøাগান দেন এবং নেতাদের সঙ্গে আবারও গবর্নরের কাছে যাওয়ার অনুরোধ জানান। নেতারা জানান, এ বিষয়ে জরুরী মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে। আর নতুন বেতন স্কেল অনুযায়ী বোনাস না দিলে আন্দোলন শুরু করা হবে।
×