ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের জয় ছাপিয়ে আলোচনায় ক্যান্ডির দর্শক

প্রকাশিত: ০৫:৩৮, ২৯ আগস্ট ২০১৭

ভারতের জয় ছাপিয়ে আলোচনায় ক্যান্ডির দর্শক

স্পোর্টস রিপোর্টার ॥ অতীতে ক্রিকেট ইতিহাস দর্শকদের উগ্র আচরণে কলঙ্কিত হয়েছে অনেকবারই। প্রিয় দলের পারফর্মেন্সে ক্ষুব্ধ হয়ে মাঠে বোতল, পাথর ইত্যাদি ছোড়া, গ্যালারিতে চার-ছক্কার বোর্ডে আগুন ধরিয়ে দেয়া, খেলোয়াড়দের দিকে খাদ্যসামগ্রীর উচ্ছিষ্ট বর্ষণ থেকে শুরু করে নির্দিষ্ট খেলোয়াড়কে গালিগালাজ, অতীতে ক্রিকেট দেখেছে এমন অনেক ঘটনাই। সেই ঘটনারই সাক্ষী থাকলো ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। ক্রিকেটারদের ব্যর্থতায় ক্ষুব্ধ লঙ্কান দর্শকরা মাঠে বোতল ছুড়েছেন বৃষ্টির মতো। ওই ঘটনায় সাময়িকভাবে বন্ধও হয়ে গিয়েছিল তৃতীয় ওয়ানডে। এক পর্যায়ে আম্পায়রারা ভারতকে জয়ী ঘোষণা করলেও পরে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ফের খেলা শুরু হয়। জাসপ্রিত বুমরাহ-রোহিত শর্মাদের দুরন্ত নৈপুণ্যে ৬ উইকেটের বড় জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। দারুণ জয়ে খুশি সফরকারী অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, পরের দুই ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ৪৪ ওভারে ভারতের রান যখন চার উইকেটে ২১০ তখন মাঠে বোতল ছুঁড়তে শুরু করেন শ্রীলঙ্কান দর্শকরা। বাধ্য হয়েই ম্যাচ থামিয়ে দেন দুই আম্পায়ার। মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা মাঠে বসে পড়েন। ওদিকে অ্যাম্পায়াররা লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। এদিকে দর্শক হামলায় নিরুদ্বেগ ধোনি কিছুক্ষণের মধ্যে মাঠেই ঘুমিয়ে পড়েন। মাঠে উপুড় হয়ে ঘুমিয়ে পড়া ধোনির ছবি ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বোতল ছোড়ার ঘটনার পর আম্পায়াররা প্রথমে ভারতকে জয়ী ঘোষণা করলেও পরে দু’পক্ষের সঙ্গে আলোচনা করে ফের খেলা শুরু হয়। খেলা পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত ছ’উইকেটে ম্যাচ জিতে নেয় টিম-ইন্ডিয়া। এই ঘটনা ১৯৯৬ বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দেয়। সেবার ইডেনে এইরকমভাবেই দর্শক হামলায় ভেস্তে গিয়েছিল ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনাল। আর এবার দল একই থাকলেও দর্শকরা শুধু বদলে গিয়েছেন। ইডেনে বোতল ছুড়েছিলেন ভারতের দর্শকরা আর ক্যান্ডিতে শ্রীলঙ্কার। রবিবার টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক চামারা কাপুগেদারা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান তোলে লঙ্কাবাহিনী। জবাবে ৪৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাল্লাকেলেতে ১৪৫ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তার ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ২টি ছক্কায়। অন্যদিকে ৮৬ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন ধোনি। অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা যখন সিরিজ জিতে গিয়েছি তখন পরের দুই ম্যাচে কিছু বদল করতেই পারি দলে। এতদিন যারা প্রথম এগারোর বাইরে ছিল তাদের সুযোগ দেয়া যেতে পারে এবার।’ শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফর্মেন্স হতাশজনক। তাতে খুবই ক্ষুব্ধ দেশটির ক্রিকেটভক্তরা। চলতি সিরিজেই এর আগে দলের বাস থামিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন তারা। গতকাল তৃতীয় ওয়ানডেতে ভারতের ইনিংসের ৪৪তম ওভার শেষে গ্যালারি থেকে বোতল ছুড়ে খেলাই বন্ধ করে দিয়েছিলেন তারা। কমান্ডো দিয়ে গ্যালারি ফাঁকা করে ৪০ মিনিট পর শুরু হয় খেলা। দুঃসংবাদ যেন শ্রীলঙ্কার পিছু ছাড়ছে না। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ভারতের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিততে হবে। বাকি আছে দুটি মাত্র ম্যাচ। তার ওপর সেøা-ওভার রেটের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ অধিনায়ক উপুল থারাঙ্গাকে চতুর্থ ওয়ানডেতেও পাচ্ছে না স্বাগতিকরা। তার স্থলে টেস্ট ক্যাপ্টেন দীনেশ চান্দিমালকে ডাকা হয়েছিল, সেই তিনিও ইনজুরিতে পড়েছেন। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ দুটি ওয়ানডেতে খেলতে পারবেন না চান্দিমাল। তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। এদিন ব্যাট করার সময় হারদিক পান্ডিয়ার একটি বাউন্সার তার আঙ্গুলে আঘাত হানে।
×