ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাভেদের চাওয়া, আকরামের সন্তোষ

প্রকাশিত: ০৫:৩৭, ২৯ আগস্ট ২০১৭

জাভেদের চাওয়া, আকরামের সন্তোষ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চান সাবেক পাকিস্তান তারকা ক্রিকেটার আকিব জাভেদ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক এ্যাশেজ সিরিজের পর এটিই সাদা পোশাকের ক্রিকেটের মান বাড়াতে পারে বলেও মনে করেন তিনি। জাভেদ বলেন, ‘ঐতিহাসিকভাবেই ক্রিকেটে দুইদেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এ্যাশেজ ও ভারত-পাকিস্তান ম্যাচ টেস্টই ক্রিকেটকে জাগিয়ে তুলতে পারে। উভয় দেশের সরকারের উচিত রাজনৈতিক উত্তেজনা থেকে ক্রীড়াঙ্গনকে দূরে রাখা এবং শীর্ষ পর্যায়ের ক্রিকেট উপভোগ করতে ভক্তদের সুযোগ দেয়া।’ তিনি আরও বলেন, ‘এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আগামী ভারত-পাকিস্তান ম্যাচ কতটা বড় আকার ধারণ করবে একবার চিন্তা করুন। আইসিসির উচিত এদিকে নজর দেয়া এবং কিছুটা শিথিলতা আনতে ভারতীয় বোর্ডকে চাপ দেয়া।’ সাবেক তারকা পেসার যোগ করেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসতে যাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের। পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনন্য অবদান থাকছে।’ ১৯৯০ দশকে পাকিস্তান পেস আক্রমণের একজন জাভেদ বলেন, ‘আগামী মাসে বিশ্ব ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ আরও বেশি ম্যাচের দরজা খুলে দেবে। একটা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের পাকিস্তান সফর কিংবা পাকিস্তান দলের ভারত সফর কতটা আকর্ষণীয় হতে পারে একবার কল্পনা করুন।’ ওদিকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে বলে দারুণ খুশি দেশটির আরেক সাবেক তারকা ওয়াসিম আকরাম। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা ও বিশ্ব একাদশ এবং নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে রাজি হয়েছে। শ্রীলঙ্কা এবং বিশ্ব একাদশ লাহোরে তিন ম্যাচের টি২০ সিরিজ ছাড়া নবেম্বরে ক্যারিবীয় দলের সফরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন সংবাদ পেয়েই দেশটির সাবেক গ্রেট টুইটার হাতে তুলে নিয়েছেন এবং দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘আমি সামনে থেকে আমার নায়কদের খেলা দেখে বড় হয়েছি। এখন বর্তমান প্রজন্মও একইভাবে দেখার সুযোগ পাবে, ইনশাল্লাহ পাকিস্তানে ক্রিকেট ফিরছে।’ ২০০৯ সালে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট দলগুলো পাকিস্তান সফর বর্জন করে আসছে। বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠি জানিয়েছেন, আগামী দুইদিনের মধ্যে পাকিস্তান সফরে আসা বিশ্ব একাদশের নাম ঘোষণা করা হবে, ‘আমি এতটুকু বলতে পারি বিশ্ব একাদশ পাকিস্তান সফরে আসছে। আইসিসির সদস্য সকল দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে বিশ্ব একাদশ। একবার বিশ্ব একাদশ লাহোরে আসলে শ্রীলঙ্কা দলও আসবে এবং এটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে দেবে।’ বিশ্ব একাদশ দলের জন্য পাকিস্তান সরকার একজন সরকার প্রধানের সমতুল্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সফরকারী দলটির কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক কোচ ও জিম্বাবুইয়ের সাবেক অধিনায়ক এ্যান্ডি ফ্লাওয়ার। ২০০৯ সালের সেই সন্ত্রাসী হামলায় আটব্যক্তি নিহত ও বহু আহত হওয়ার পর পাকিস্তান কেবল ২০১৫ সালে দুর্বল জিম্বাবুইয়ের বিপক্ষে সীমিত ওভারের একটি সিরিজ আয়োজন করতে সক্ষম হয়েছিল।
×