ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাথুসের সমর্থনে রানাতুঙ্গা

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ আগস্ট ২০১৭

ম্যাথুসের সমর্থনে রানাতুঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কান ক্রিকেট এখন ক্রান্তিকাল পার করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুইয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের কাছে টেস্টে হোয়াইটওয়াশ। দায় মাথায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন এ্যাঞ্জেলা ম্যাথুস। তবে ১৯৯৬-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, ম্যাথুসের পদত্যাগ বোর্ডের (এসএলসি) মেনে নেয়া ঠিক হয়নি। তিনি বলেন, ‘আমার দেখা শ্রীলঙ্কার অধিনায়কদের মধ্যে রঞ্জন মাদুগালের পর ম্যাথুস সেরা। তার পদত্যাগ পত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের গ্রহণ করা উচিত হয়নি। আমার কিছু বলার সুযোগ থাকলে বলতাম এটা তার পদত্যাগ করার সময় নয়।’ রানাতুঙ্গা আরও বলেন, ‘গত বছর শ্রীলঙ্কা যখন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল তখন অনেকেই তার কৃতিত্ব নিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সে যখন পরাজিত হয়েছে তাকে বলিরপাঠা বানানো হয়েছে এবং সব দায় তার উপড় চাপানো হয়েছে। ম্যাথুস খুবই ইতিবাচক একজন অধিনায়ক ছিল। কিন্তু দলে প্রতি নিয়ত পরিবর্তন এবং অনেক বেশি খবরদারি সে মেনে নিতে পারেনি, কেননা সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’ শ্রীলঙ্কার একমাত্র বিশ্বকাপজয়ী সেনাপতি রানাতুঙ্গা মনে করেন, ম্যাথুসের অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত হয়নি এবং বোর্ডেরও তার পদত্যাগপত্র গ্রহণ করা ঠিক হয়নি। ২০১২ সাল থেকে শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করে আসছেন ম্যাথুস। কিন্তু ২০১৭ সালে লম্বা ইনজুরিতে পড়লে সবকিছু এলোমেলো হয়ে যায়। ইনজুরি কাটিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরেন তিনি। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উপমহাদেশের দলটিকে।
×