ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডে-নাইট টেস্ট এবার নিউজিল্যান্ডে

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ আগস্ট ২০১৭

ডে-নাইট টেস্ট এবার নিউজিল্যান্ডে

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও ইংল্যান্ডের পর ডে-নাইট টেস্ট আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ডও। আগামী বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের একটি টেস্ট ডে-নাইটে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি)। অকল্যান্ডের ইডেন পার্কে ২২ মার্চ থেকে ম্যাচটি শুরু হবে। কিছুদিন আগে ইডেন পার্ক কর্তৃপক্ষ শহর কাউন্সিলের কাছে ডে-নাইট টেস্ট আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে। সম্প্রতি অকল্যান্ড কাউন্সিল এই আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে। সোমবার নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান পরিচালক এ্যান্থনি ক্রামি ইংলিশদের বিপক্ষে ডে-নাইট টেস্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন। এ্যান্থনি বলেন, ‘নিউজিল্যান্ড সবসময় ক্রিকেটকে বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে চায়। যাতে প্রতিটি দর্শকের কাছে ক্রিকেট সহজলভ্য হয়ে ওঠে। আমি মনে করি ডে-নাইট টেস্ট এ উদ্দেশ্যকে সফল করবে।’ এর মাধ্যমে ইডেন পার্ক, অকল্যান্ড এবং নিউজিল্যান্ডকে আমরা বিশ্ববাসীর কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারব। এ ছাড়া আর বেশি এবং নতুন দর্শককে এর মাধ্যমে মাঠে আনা যাবে বলেও বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘ডে-নাইট টেস্ট হলে বর্তমানের চেয়ে বেশি দর্শক ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য এটি একটি বড় ব্যাপার।’ ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্ট আয়োজন করে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের নভেম্বরের শেষদিকে এ্যাডিলেড ওভালের সেই ম্যাচটিতে অসিদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ম্যাচটি তিন উইকেটে জিতে স্বাগতিকরা। এরপর প্রথম এশিয়ান দেশ হিসেবে ডে-নাইট টেস্ট আয়োজন করে টেস্ট স্ট্যাটাস না থাকা আরব আমিরাত। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয় সেই ম্যাচে। এরপর ডে-নাইট টেস্ট আয়োজন করে ইংল্যান্ডও। ধারণা করা হয়, ক্রমশ জনপ্রিয়তা হারানো টেস্ট ক্রিকেট ডে-নাইটে আয়োজন হলে নতুন প্রজন্মের দর্শকরা আগ্রহী হয়ে উঠবে। এখন পর্যন্ত এই ধারণা সত্য বলেই প্রমাণিত হয়েছে।
×