ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বসের বকা সইতে না পেরে বিক্রয়কর্মীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৫২, ২৯ আগস্ট ২০১৭

বসের বকা সইতে না পেরে বিক্রয়কর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ইডেন কলেজের এক ছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে। মালিবাগে একটি নির্মাণাধীন নয়তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, চুরির মিথ্যা অপবাদে জনসম্মুখে মারধর করায় সহ্য করতে না পেরে রাকিব (১৯) নামে এক কিশোর আত্মহত্যা করেছে কদমতলীর শনির আখড়ায়। দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার নাম রবিউল হোসেন। বাড়ি ঝালকাঠির নলছিটি থানার তৌকাঠি গ্রামে। সে শনি আখড়ার জাপানী বাজার স্মৃতি ধারা এলাকায় ২ রোডে বাবা-মার সঙ্গে থাকত।নিহত কিশোরের চাচাত ভাই শফিকুল ইসলাম জানান, রাকিব শনির আখড়ায় একটি ফ্রিজ-টিভির শো’রুমে চাকরি করত। মৃত রাকিবের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা আছে ‘চুরি অপবাদে দোকানের মালিক বিপ্লব আমাকে মারধর করেছে। আমি চুরি করিনি। অথচ আমাকে চুরি মিথ্যা অপবাদ দিয়ে এলাকার লোকজনের সামনের মারধর করা হয়। এ অপমান সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করলাম। আমার মৃত্যুর জন্য বিপ্লব ভাই দায়ী।’ কদমতলী থানার এসআই মোখলেসুর রহমান জানান, ল্যাপটপ চুরির অপবাদে মারধর করায় রাকিব নামে কিশোর আত্মহত্যা করেছে। খিলগাঁওয়ে মেহজাবিন ইসলাম সানিয়া (২৪) নামে এক ইডেন কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তার বাবার নাম রফিকুল ইসলাম। বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার ২/১ নম্বর নিজেদের টিনশেড বাড়িতে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এরপর বাবা দোকানে চলে যায়। এরপর সকলে অগোচরে পাশের রুমে গিয়ে সানিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। টের পেয়ে পরিবারের লোকজন ওই রুমের দরজা ভেঙ্গে সানিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগে প্রেমে ব্যর্থ কিশোর সায়েম (১৭) আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম কামাল হোসেন। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার সগিরপুর গ্রামে। তারা হাজারীবাগ বৌবাজার পুলিশ ফাঁড়ি এলাকার একটি ৪তলা ভবনের নিচতলা পরিবারেরর সঙ্গে থাকত। নিহতের বাবা সিএনজিচালক কামাল হোসেন জানান, ২ ছেলের মধ্যে সায়েম বড়। সে বেকার ছিল। বাসাতেই থাকতো। তিনি জানান, পাশের বাসার মিম নামের এক মেয়ের সঙ্গে ছেলে সায়েমের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ জন্য ওই মেয়ের মা গতকাল (রবিবার) বাসায় এসে আমাদের কাছে নালিশ দেন। পরে সায়েমকে বকাঝকা করা হয়। এ জন্য ছেলে সায়েমের মন খারাপ করে ছিল তার। গত রাতে (রবিবার) খাবারও খায়নি। কামাল হোসেন জানান, সোমবার সকালে তার মাসহ আমি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাসার বাইরে বের হয়ে যাই। পরে তার মা বাসায় এসে দেখে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তা দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সায়েমকে ঝুলন্ত অবস্থা নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে সায়েমের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মালিবাগ রেলগেট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার কৌশিক দাস জানান, সোমবার দুপুর বারোটার দিকে মালিবাগ রেলগেট এলাকার ‘সিভিল সান্স’ নামের ৯ তলা ভবনের ছাদে রডমিস্ত্রির কাজ করছিল শরিফুল। হঠাৎ ছাদের সেন্টারিংয়ের কাঠ ভেঙ্গে ওই শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
×