ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:২৬, ২৯ আগস্ট ২০১৭

টুকরো-খবর

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মোবাইল ফোনে সেলফি তোলা নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাহত হয়েছে দলের দুই কর্মী। সোমবার দুপুরে আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মামলার আসামি হিসেবে বিএনপির এ নেতাকে আদালতে আনা হয়েছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এবং কেন্দ্রীয় মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীকে একটি মামলায় হাজিরার জন্য সোমবার দুপুর ১২টার দিকে আদালত ভবনে আনা হয়। নেতাকে আদালতে আনা হচ্ছে এ খবরে তার কর্মী-সমর্থকরা ছুটে আসে। হাজিরা শেষে আসলাম চৌধুরীকে প্রিজনভ্যানে তোলার সময় ঘটে ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে সংঘর্ষ। কর্মীরা সেখানে সেলফি তোলায় মত্ত হয়। এতে ধাক্কাধাক্কি থেকে একপর্যায়ে সংঘাত বেধে যায়। এ সময় ছুরিকাহত হয় দুজন। পুলিশ দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ আগস্ট ॥ মায়ের সঙ্গে বাড়ির কাজের ছেলের পরকীয়ার জের ধরে পুত্র হত্যা মামলায় সোমবার প্রেমিককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুল হক শ্যামল সোমবার বিকেলে এ রায় দেন। দ-প্রাপ্ত হচ্ছে সদর উপজেলার মহিষেরচর গ্রামের বারেক মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর। জানা গেছে, সদর উপজেলার মহিষেরচর গ্রামের ইব্রাহিম খলিলের বাড়িতে বিল্ডিংয়ে নির্মাণকাজ করার সময় তার স্ত্রী আসমা বেগমের সঙ্গে দ-প্রাপ্ত শামীম মাতুব্বর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তাদের আপত্তিকর অবস্থায় খলিলের ছেলে নুর মোহাম্মদ সুজন দেখে ফেলে। এরপর ২০১৪ সালের ১৬ জুন সন্ধ্যায় সুজন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে পরদিন বাড়ির কাছে আড়িয়াল খাঁ নদীর পাড়ে সুজনের গলাকাটা লাশ পাওয়া যায়। স্ত্রীকে কুপিয়ে হত্যা ॥ স্বামী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ আগস্ট ॥ দাম্পত্য কলহের জের ধরে এক পাষ- স্বামী তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ফরিদপুর নয়াপাড়া গ্রামে। নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (২২)। রাতেই পুলিশ ঘাতক সাইফুল মিয়াকে গ্রেফতার করেছে। জানা গেছে, সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের ফরিদপুর নয়াপাড়া গ্রামের নজু মিয়ার মেয়ে রুমা আক্তারের সঙ্গে পাঁচ-ছয় বছর আগে একই উপজেলার ধীতপুর গ্রমের হেকমত আলীর ছেলে সাইফুল মিয়ার মিয়ে হয়। সাইফুল মিয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকত। তাদের দুটি সন্তান আছে। সাইফুল মিয়া মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ছিল। এ কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে রবিবার রাত নয়টার দিকে সাইফুল ধারালো দা দিয়ে রুমা আক্তারের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ৪০ জুয়াড়ি আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়ীকে ৯ প্রাইভেটকারসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে। এসময় জুয়ার আসর গুড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে কালীগঞ্জ ও শ্রীপুরে দু’টি পৃথক অভিযানে জুয়ার আসর থেকে পুলিশ ১৭ জনকে আটক করেছে। পাঠানো হয়। অভিযান চলাকালে জুয়ার আসর ও প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিশাল প্যান্ডেল টাঙিয়ে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল। ৩৭ দিন পর ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়ে কলেজ ছাত্রীকে দুইদফা ধর্ষণ করে তার ভিডিও চিত্র ধারণকারী অপু হালদারকে ৩৭ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের। পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বাটরা গ্রাম থেকে ধর্ষক অপু হালদারকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ধর্ষণের ওই ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে। অপু রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের পুত্র। সূত্র মতে, গত ৫ মে অপু তার ছোট বোনের বান্ধবী পার্শ্ববর্তী গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রীকে এসিড মেরে ঝলসে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে কৌশলে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে পুনরায় কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়। পদ্মায় নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু ॥ নিখোঁজ এক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ আগস্ট ॥ পদ্মা নদীতে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামের সৈজদ্দিনের স্ত্রী জয়নব বেগম (৬৫) পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অপর এক ব্যক্তি। তবে তার নাম জানা যায়নি। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া এলাকা হতে একটি নৌকা সিএন্ডবি ঘাট এলাকায় আসবার পথে ইউনিয়নের নর্থ চ্যানেল এলাকায় পদ্মা নদীতে ডুবে গেলে এক বৃদ্ধার মৃত্যু হয়। যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিরোধের জের ধরে রেজোয়ান নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলা শহরের ঢেলাপীরস্থ উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে। রেজোয়ান আবাসনের আফতাব হোসেনের ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী। এ ঘটনায় বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। সূত্রমতে, আর্থিক লেনদেন নিয়ে রেজোয়ানের সঙ্গে প্রতিবেশী ইকবাল হোসেন ও তার ছেলে সাকিব হোসেনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে রেজোয়ানকে আটকিয়ে ধারালো ছুরি দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং কোমরের নিচে জখম করে। পরে স্থানীয় লোকজন আহত রেজোয়ানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সৈয়দপুর পৌর কাউন্সিলর শাহিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই ঘটনায় ইকবালের স্ত্রী আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিফিনের টাকায় ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ আগস্ট ॥ সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কয়েক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষকদের সঙ্গে নিয়ে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। সোমবার তারা পাতাড়ী ইউনিয়নের আদাতলা, জালশুখা, হাঁপানিয়াসহ বিভিন্ন গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২শ’ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কোর্ট রোডে সিটি সেন্টার সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকা-ে ১২ দোকান পুড়ে গেছে। রবিবার রাত সোয়া ১টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রথমে সিটি সেন্টার মার্কেট সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে ১২ দোকান পুড়ে যায়। যার মধ্যে ফটোস্ট্যাস্ট, দলিল লেখকদের অফিস, কনফেকশনারি, স্টেশনারির দোকান রয়েছে। আগুনে বিদ্যুতের একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। বেড়ায় বিদ্যুতস্পৃষ্টে যুুবকের মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৮ আগস্ট ॥ বেড়ায় বিদ্যুতস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার রাতে উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের রাকসা চারা বটতলা গ্রামের হাফিজুল (৩০) টেবিল ফ্যান খুলে অন্যত্র সংযোগ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ আগস্ট ॥ সদর উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ’ ৫০ পরিবারের মধ্যে সোমবার ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ সারোয়ার কবীর ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫শ’ গ্রাম ডাল, হাফ লিটার তেল, সেমাই, স্যালাইনের প্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ওষুধসহ জরুরী ওষুধ প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। হাজীগঞ্জে নদীতে ডুবে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ আগস্ট ॥ হাজীগঞ্জ পৌর এলাকায় ডাকাতিয়া নদীতে ঘাস কাটতে গিয়ে মুসলিম পাটোয়ারী (৫০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বলাখাল এলাকার নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি প্রতিদিনের ন্যায় সকাল ৮টার দিকে গবাদিপশুর জন্য ঘাস কাটতে নদীতে যান। এরই মধ্যে নদীতে পড়ে যায়।
×