ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চালকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:২১, ২৯ আগস্ট ২০১৭

চালকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চালক ও হেলপার দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিকদের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম। ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক প্রমুখ। গর্ভবতী সুরক্ষা সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ আগস্ট ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ গর্ভবতী মহিলা ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএনএফপিএয়ের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সোমবার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক মোশায়ের উল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনজু, ইউএনএফপিএয়ের প্রতিনিধি মোঃ আতাহার আলী প্রমুখ।
×