ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ছাত্রীকে মারধর ॥ শিক্ষিকা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২০, ২৯ আগস্ট ২০১৭

 রাজশাহীতে ছাত্রীকে মারধর ॥ শিক্ষিকা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পারিবারিক বিরোধের জের ধরে স্কুলে ছাত্রীকে মারপিটের অভিযোগে পুঠিয়ায় নূরজাহান আক্তার মিনু নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মিনু জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি উপজেলার খোকসা গ্রামে। সোমবার ভোরে মিনুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রবিবার রাতে নির্যাতিত স্কুলছাত্রী জান্নাতুল আক্তার যুথির বাবা জহরলাল আলী ওই শিক্ষিকার বিরুদ্ধে শিশু নির্যাতন মামলা করেন। বলা হয়েছে, পড়া না পারার অভিযোগে গত ২২ আগস্ট শিক্ষার্থী যুথিকে বেদম মারপিট করেন মিনু। জহরলালের অভিযোগ, ওই শিক্ষিকার সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে স্কুলে শিশু শিক্ষার্থী যুথিকে বেদম মারধর করা হয়েছে। জহরলাল জানান, গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৭ আগস্ট যুথিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যুথি চিকিৎসাধীন আছে।
×